খুলনা | শুক্রবার | ০৯ জানুয়ারী ২০২৬ | ২৫ পৌষ ১৪৩২

আশাশুনিতে ৮ দলীয় নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি |
১১:৫১ পি.এম | ০৭ জানুয়ারী ২০২৬


আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের তেঁতুলিয়া ব্রিজ সংলগ্ন ফকরাবাদ আদর্শ যুব সংঘ মাঠে ৮ দলীয় নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বেগম খালেদা জিয়া ও শহিদ ওসমান হাদীর মৃত্যুতে ১ মিনিট নীরবতা পালনের পর খেলার শুভ উদ্বোধন করেন আশাশুনি উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক, চেয়ারম্যান প্রার্থী আজহারুল ইসলাম (মন্টু)। এসময় আশাশুনি প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এস এম শরিফুল ইসলাম শরীফ, বিএনপি নেতা আল-মাহমুদ টিক্কা, ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি সেলিম রেজা, সুমন বিশ্বাস, আব্দুল­াহ, আফজাল, আলমগীর, মাহিদুল, সাগর হুসাইন প্রমুখ উপস্থিত ছিলেন। 
খেলায় ১ম রাউন্ডে টাইব্রেকারে ২-১ ব্যবধানে কাটাখালিকে পরাজিত করে, চাঁদখালি টাইব্রেকারে ২-১ ব্যবধানে জামালনগরকে, ফকরাবাদ টাইব্রেকারে ২-১ ব্যবধানে সাতক্ষীরাকে, গদাইপুর টাইব্রেকারে ২-১ গোলের ব্যবধানে বড়দল দলকে পরাজিত করে সেমিফাইনালে ওঠে। সেমিফাইনালে ফকরাবাদ টাইব্রেকারে ২-১ গোলের ব্যবধানে বাতুয়ারডাঙ্গাকে এবং চাঁদখালি ১-০ গোলে গদাইপুরকে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয়। ফাইনালে টাইব্রেকারে ফকরাবাদকে ২-০ গোলে পরাজিত করে চাঁদখালী দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। চাম্পিয়ান দলকে বিশ্বকাপের ন্যায় ট্রফি ও নগদ ৮ হাজার টাকা এবং রানারআপ দলকে আকর্ষণীয় ট্রফি ও নগদ ৬ হাজার টাকা পুরস্কৃত করা হয়। খেলায় ধারাভাষ্যে ছিলেন আশরাফ হোসেন।

্রিন্ট

আরও সংবদ