খুলনা | শুক্রবার | ০৯ জানুয়ারী ২০২৬ | ২৬ পৌষ ১৪৩২

আশাশুনিতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি |
১২:১৫ এ.এম | ০৮ জানুয়ারী ২০২৬


আশাশুনিতে ৫৪তম বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। বুধবার উপজেলা স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল। প্রধান অতিথি ছিলেন উপজেলা একাডেমীক সুপার ভাইজার মোঃ হাসানুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন প্রধান শিক্ষক এস এম মোস্তাফিজুর রহমান, আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আকাশ হোসেন, যুগ্ম-সম্পাদক আসলাম লিংকন, সদস্য বি এম আলাউদ্দীন।
অনুষ্ঠানে ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন, দৌড়, নিক্ষেপসহ সকল প্রতিযোগিতায় বিজয়ী দল, ১ম ও ২য় স্থান অধিকারী বালক বালিকাদের পুরস্কার প্রদান করা হয়। সকল ইভেন্টে ১ম স্থান অধিকারী এবং একক খেলায় ১ম ও ২য় স্থান অধিকারীরা জেলা পর্যায়ে অংশ নেবে। খেলা পরিচালনা করেন আনিছুর রহমান, আসাদুল হক, নীল কমল মন্ডল, অরুন কুমার সানা, শামীম হোসেন, প্রদীপ কুমার বাছাড়, ইয়ামিন হোসেন, উত্তম কুমার মন্ডল, সুনীল কুমার সরকার ও প্রনতি রায়। ধারাভাষ্যে ছিলেন আশরাফ হোসেন।

্রিন্ট

আরও সংবদ