খুলনা | শুক্রবার | ০৯ জানুয়ারী ২০২৬ | ২৬ পৌষ ১৪৩২

দেবহাটায় ৩ লক্ষধিক টাকার ফুটবলে তাসফিয়া একাদশ চ্যাম্পিয়ন

দেবহাটা প্রতিনিধি |
১২:১৬ এ.এম | ০৮ জানুয়ারী ২০২৬


দেবহাটার পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বুধবার বিকেলে ৩ লক্ষাধিক টাকার ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত হয়। খেলায় সখিপুর তাসফিয়া ফুটবল কোচিং একাদশ ও কালিগঞ্জ  শ্রীকলা ফুটবল একাদশ অংশগ্রহণ করে। এতে সখিপুর তাসফিয়া ফুটবল কোচিং একাদশ ২-০ গোলে জয়লাভ করে। 
পারুলিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে খেলা সমাপনীতে প্রধান অতিথি ছিলেন খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব আবুল হাসান। ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা, থানার ওসি জাকির হোসেন, জেলা বিএনপি’র সদস্য মহিউদ্দীন সিদ্দিকী, জেলা জামায়াতের সহ-সেক্রেটারী মাহাবুবুল আলম, উপজেলা আমীর মাওলানা অলিউল রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামি উজ্বল, ভোমরা সিএন্ডএফ এর সভাপতি আবু হাসান, পারুলিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি রফিকুল ইসলাম সানাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

্রিন্ট

আরও সংবদ