খুলনা | শুক্রবার | ০৯ জানুয়ারী ২০২৬ | ২৫ পৌষ ১৪৩২

বাগেরহাটে মাদক বিরোধী ৮ দলীয় ভলিবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট |
১২:১৭ এ.এম | ০৮ জানুয়ারী ২০২৬


বাগেরহাট জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-এর আয়োজনে ৮ দলীয় মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্ট গতকাল বুধবার কাঁঠালতলা মাঠে  বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে সমাপ্ত হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাগেরহাট-এর উপ-পরিচালক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক  গোলাম মোঃ বাতেন।  বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বিপিএম ও খুলনা বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-এর অতিরিক্ত পরিচালক মোঃ আহসানুর রহমান। এছাড়া বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল উপস্থিত ছিলেন।  টুর্নামেন্টে বাগেরহাট জেলা পুলিশ, ভৈরব, কাঁঠালতলা, বুড়িগাংনী, তেরখাদা, মোরেলগঞ্জ, কার্তিকদিয়া ও কাড়াপাড়া দল অংশ নেয়। বুড়িগাংনী ফাইনালে তেরখাদাকে ৩-০ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন দলকে নগদ ২০ হাজার টাকা ও ট্রফি এবং রানারআপ দলে নগদ ১৫ হাজার টাকা ও ট্রফি পুরস্কার প্রদান করা হয়। খেলার উদ্বোধনকালে বাগেরহাটের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-এর উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান সকল খেলোয়াড় ও উপস্থিত দর্শকদের মাদকবিরোধী শপথ পাঠ করান।

্রিন্ট

আরও সংবদ