খুলনা | শুক্রবার | ০৯ জানুয়ারী ২০২৬ | ২৫ পৌষ ১৪৩২

কেকেবিএইউতে স্প্রিং সেমিস্টারের ভর্তি মেলার উদ্বোধন

খবর বিজ্ঞপ্তি |
১২:৪৫ এ.এম | ০৮ জানুয়ারী ২০২৬


খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে স্প্রিং-২০২৬ সেমিস্টারের ভর্তি মেলা বুধবার বেলা ১১টায় উদ্বোধন করা হয়েছে। ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান। 
এ সময় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষক বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. আনোয়ারুল হক জোয়ারদার, রেজিস্ট্রার এসএম আতিয়ার রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ মিজানুজ্জামান, ভর্তি কমিটির আহবায়ক ড. মোঃ মুঈন উদ্দিনসহ ভর্তি মেলা কমিটির সদস্যবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক- শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। বিএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), বিএসসি ইন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), ব্যাচেলর অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ), বিএ (অনার্স) ইন ইংলিশ ও ব্যাচেলর অব ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট (আইএসএলএম) চার বছর মেয়াদি অনার্স এবং এবং মাস্টার অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন (এক্সিকিউটিভ এমবিএ) মাস্টার্স প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি চলছে। জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীরা শতভাগ টিউশন ফি এবং মেলা উপলক্ষে ৬০% টিউশন ফি ছাড়ে ভর্তি হতে পারবেন। ১০ দিনব্যাপী এ মেলাটি শেষ হবে আগামী ১৭ জানুয়ারি।

্রিন্ট

আরও সংবদ