খুলনা | শুক্রবার | ০৯ জানুয়ারী ২০২৬ | ২৫ পৌষ ১৪৩২

তালার কপোতাক্ষ নদে নিখোঁজ রবিউলের সন্ধান মেলেনি

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:৫২ এ.এম | ০৮ জানুয়ারী ২০২৬


সাতক্ষীরার তালা উপজেলায় কপোতাক্ষ নদ পার হওয়ার সময় নৌকা থেকে পড়ে নিখোঁজ রবিউল ইসলাম (৫০) কে এখনো পর্যন্ত  উদ্ধার করা সম্ভব হয়নি। দ্বিতীয় দিনের মত উদ্ধার অভিযান চালিয়ে তাকে না পেয়ে বুধবার বিকাল ৩টায় উদ্ধার অভিযান শেষ হয়েছে। 
এর আগে মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে তালা উপজেলার খেশরা ইউনিয়নের বালিয়া খেয়াঘাট এলাকায় কপোতাক্ষ নদ পার হওয়ার সময় নৌকা থেকে পানিতে পড়ে গিয়ে তিনি নিখোঁজ হন। নিখোঁজ রবিউল ইসলাম খুলনার পাইকগাছা উপজেলার মটবাটি এলাকার মৃত মুনছুর আলীর ছেলে। তিনি সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা এলাকায় বসবাস করতেন।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। পরে সন্ধ্যায় অন্ধকার ও  বৈরী পরিস্থিতির কারণে মঙ্গলবার রাতের মতো উদ্ধার অভিযান স্থগিত রাখা হয়। বুধবার সকাল থেকে আবারও উদ্ধার তৎপরতা শুরু করা হয়। কিন্তু বিকেল ৩টা পর্যন্ত কোথাও তাকে না পেয়ে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
 

্রিন্ট

আরও সংবদ