খুলনা | শুক্রবার | ০৯ জানুয়ারী ২০২৬ | ২৫ পৌষ ১৪৩২

মুম্বাইয়ে বাংলাদেশ মিশনের সামনে বিশ্ব হিন্দু পরিষদের বিক্ষোভ

খবর প্রতিবেদন |
০১:৪৫ এ.এম | ০৮ জানুয়ারী ২০২৬


ভারতের মুম্বাইয়ে বাংলাদেশ উপ-হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। বুধবার কোনো ধরনের আগাম সতর্কতা ছাড়াই ভিএইচপির প্রায় দেড় শতাধিক নেতাকর্মী বাংলাদেশবিরোধী স্লোগান দিয়ে মিশনের প্রায় ৩০ মিটারের মধ্যে চলে আসে। একপর্যায়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয়। মুম্বাই থেকে বিকেলে একাধিক কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্রগুলো জানায়, প্রতিদিনের মতো বুধবার বিকেল ৫টায় অফিস শেষে মুম্বাইয়ে বাংলাদেশের উপ-হাইকমিশনার ফারহানা চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা মিশন ত্যাগ করে নিজ নিজ বাসার উদ্দেশ্যে রওনা হন। স্থানীয় সময় বিকেল সোয়া ৫টার দিকে কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই বিশ্ব বাণিজ্য কেন্দ্রের উল্টো পাশে অবস্থিত বাংলাদেশ মিশনের প্রবেশমুখে ভিএইচপির প্রায় দেড়শ’ নেতাকর্মী জড়ো হন।
হঠাৎ করে বিক্ষোভকারীদের এমন উপস্থিতিতে সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা কিছুটা বিব্রত হয়ে পড়েন। এ সময় বিক্ষোভকারীরা ব্যানার ও ফেস্টুন হাতে ‘বাংলাদেশ মুর্দাবাদ’সহ নানা স্লোগান দিতে থাকেন।
একপর্যায়ে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। প্রায় আধা ঘণ্টা অবস্থানের পর পুলিশের বাধার মুখে ভিএইচপির বিক্ষোভকারীরা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বিপরীত দিকে অবস্থিত বাংলাদেশ মিশনের সামনে থেকে সরে যায়।
মুম্বাইয়ের সূত্রগুলো জানিয়েছে, সাধারণত বাংলাদেশ মিশনের সামনে অল্পসংখ্যক পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন। তবে গত কয়েক দিন ধরে সেখানে অতিরিক্ত ১৫ জন পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রায় দুই মাসের বিতর্ক শেষে জাতীয় মেডিক্যাল কমিশন ওই প্রতিষ্ঠানের লাইসেন্স প্রত্যাহারের সিদ্ধান্ত জানায়। এই সিদ্ধান্তের ক্ষেত্রে মেডিক্যাল অ্যাসেসমেন্ট অ্যান্ড রেটিং বোর্ড (এমএআরবি) দুর্বল অবকাঠামো, পর্যাপ্ত ক্লিনিক্যাল উপকরণের অভাব, যোগ্য পূর্ণকালীন শিক্ষক সংকট এবং আবাসিক চিকিৎসকের অপর্যাপ্ত সংখ্যার মতো কারণ উলে­খ করেছে।

্রিন্ট

আরও সংবদ