খুলনা | শুক্রবার | ০৯ জানুয়ারী ২০২৬ | ২৫ পৌষ ১৪৩২

সুন্দরবনের বেড়াতে এসে জাহাজে ঢাবি শিক্ষকের মৃত্যু

খবর প্রতিবেদন |
০১:৪৯ এ.এম | ০৮ জানুয়ারী ২০২৬


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান ও ইউনিভার্সিটি টিচার্স লিংকের (ইউটিএল) আহবায়ক অধ্যাপক ড. মোঃ আতাউর রহমান বিশ্বাস মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাতো আল্লাহর এবং আল্লাহর কাছেই ফিরে যাবো)। ঢাবির কলা অনুষদের শিক্ষকদের জন্য একাডেমিক রিট্রিট অনুষ্ঠানে সুন্দরবন সফররত অবস্থায় বুধবার সকালে তার ম্যাসিভ হার্ট এ্যাটাক হলে তিনি জাহাজেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী ছাড়াও এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
অধ্যাপক আতাউর রহমান বিশ্বাস রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও রাবি অ্যালামনাই এ্যাসোসিয়েশনের (রুয়া) আজীবন সদস্য ছিলেন।
সহকর্মীরা জানান, পেশাগত জীবনে অত্যন্ত কর্তব্যপরায়ণ ছিলেন অধ্যাপক আতাউর রহমান। তিনি শিক্ষক-শিক্ষার্থী এবং সহকর্মীদের সঙ্গে হাসিমাখা মুখে বিনয়ী আচরণ করতেন।
এদিকে অধ্যাপক আতাউর রহমান বিশ্বাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ, রুহের মাগফিরাত কামনা ও মরহুমের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন। 
বিবৃতিদাতারা হলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান। বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী ঢাবি সাদা দলের আহŸায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম-আহবায়ক অধ্যাপক ড. আবদুস সালাম ও অধ্যাপক ড. মোঃ আবুল কালাম সরকার।
এছাড়াও শোক জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মোঃ নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

্রিন্ট

আরও সংবদ