খুলনা | শুক্রবার | ০৯ জানুয়ারী ২০২৬ | ২৫ পৌষ ১৪৩২

কপিলমুনি ইউনিয়নে কর্মী সমাবেশে আবুল কালাম

ভোটারদের কেন্দ্রে উপস্থিত করার মাধ্যমে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে হবে

খবর বিজ্ঞপ্তি |
০২:০০ এ.এম | ০৮ জানুয়ারী ২০২৬


জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। এ লক্ষ্য অর্জনে দলের নেতাকর্মীদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার এবং প্রশাসনকে সহযোগিতা করার আহŸান জানাই। জনগণের সাথে সংযোগ জোরদার করে সাংগঠনিকভাবে সক্রিয় থাকতে হবে এবং ভোটারদের কেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করার মাধ্যমে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে হবে।
গতকাল বুধবার সকালে খুলনা-৬ আসনের পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন। 
কপিলমুনি ইউনিয়ন সভাপতি ডাঃ সরদার গোলাম মোস্তফার সভাপতিত্বে ও সেক্রেটারি রুহুল কুদ্দুসের পরিচালনায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন জেলা সিনিয়র নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, কর্ম পরিষদ সদস্য এস এম আমিনুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাওলানা শেখ কামাল হোসেন, ছাত্রশিবিরের খুলনা দক্ষিণ জেলার সভাপতি আবু জার আল গিফারী, পাইকগাছা উপজেলা আমীর মাওলানা সাইদুর রহমান, নায়েবে আমীর মাওলানা জিএম বুলবুল আহমেদ, সেক্রেটারি মোঃ আলতাফ হোসেন, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল খালেক, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোঃ আসাদুল ইসলাম, পাইকগাছা পৌরসভা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক আসাদুল আল হাফিজ, পাইকগাছা উত্তর থানার সেক্রেটারি ইয়াসিন আরাফাত, কপিলমুনি ইউনিয়ন কর্মপরিষদ সদস্য মোঃ ওবায়দুল ইসলাম, আমীর মোঃ রবিউল ইসলাম, সেক্রেটারি মোঃ রুহুল কুদ্দুস, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন সেক্রেটারি মোঃ ইমরান নাজির, প্রচার সম্পাদক মোঃ জামাল হোসেন, ৬নং ওয়ার্ড সভাপতি শামীম বিশ্বাস, সেক্রেটারি আসাদুল ইসলাম, ৫নং ওয়ার্ড সভাপতি মোঃ আমিরুল ইসলাম, সেক্রেটারি ডাঃ হাশেম আলী, ৭নং ওয়ার্ড সভাপতি মাওলানা শহিদুল ইসলাম, ৯নং ওয়ার্ড সভাপতি মোঃ মুজাহিদুল ইসলাম প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ