খুলনা | শুক্রবার | ০৯ জানুয়ারী ২০২৬ | ২৫ পৌষ ১৪৩২

রূপসায় দোয়া ও সুধী সমাবেশে হেলাল

১৭ বছর পর ভোটের বিজয় নিশ্চিত করতে হবে ব্যালটের মাধ্যমে

খবর বিজ্ঞপ্তি |
০২:০৩ এ.এম | ০৮ জানুয়ারী ২০২৬


খুলনা-৪ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপি’র তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন,গত ১৭ বছর ধরে বাংলাদেশের মানুষ তাদের পবিত্র ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। হাজারো মানুষের রক্ত, গুম ও হত্যার বিনিময়ে আজ গণতন্ত্র পুনরুদ্ধারের যে পথ তৈরি হয়েছে আগামী ১২ ফেব্র“য়ারি ব্যালটের মাধ্যমে তার চ‚ড়ান্ত বিজয় নিশ্চিত করতে হবে।
বুধবার দুপুরে রূপসার উত্তর খাজাডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টিএসবি নাগরিক সমাজের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত মাস্টার আঃ আজিজ মোড়ল এবং পরিচালনা করেন মোঃ কামরুজ্জামান। বিকেলে তিনি টিএসবি ইউনিয়নের তালতলা মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বেগম খালেদা জিয়ার জন্য প্রার্থনায় অংশ নেন। সন্ধ্যায় সেনের বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সুধীজনদের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা তারেক মাহমুদ, জিএম আসাদুজ্জামান, সরদার সিরাজুল ইসলাম, হাফেজ মাওলানা সিরাজুল ইসলাম, আরশাদ আলী, আঃ আজিজ শেখ, পরিতোষ কুমার দত্ত, টিএসবি ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রবীর কুমার নন্দী, পাথরঘাটা দীপক কুমার রায়, শেখ জালাল উদ্দীন, সুধীর দাস, এসকে হারুনার রশিদ, আঃ মান্নান মাস্টার, দেবপ্রসাদ পাল, সৈয়দ আহম্মদ আলী, মাস্টার শেখ শাহাজাহান আলী, গৌতম ভদ্র, মোঃ জাহাঙ্গীর কবীর, আলম শেখ, রতন ধর, দীপক দত্ত, আঃ গফ্ফার মাস্টার, মোঃ বাবুল খান, হাফেজ মোঃ সিরাজুল ইসলাম, গৌতম বর্ধন, বিকাশ পাল, মধুসূদন দত্ত, কাজী আঃ হালিম, মনোরঞ্জন সরকার, মোঃ আব্দুল রশিদ ফকির, আঃ গফফার সরদার, লাল মিয়া, মোঃ নাজিমুদ্দিন, মোঃ হোসেন শেখ, আব্দুর রউফ শেখ, আঃ জব্বার ও আবু নাছের ভূঁইয়া।
উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক মোল্লা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু, শেখ আব্দুর রশিদ, আব্দুস সালাম মল্লিক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, গোলাম মোস্তফা তুহিন, উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্লা সাইফুর রহমান সাইফ, জেলা বিএনপি’র সদস্য আছাফুর রহমান, নৈহাটী ইউনিয়ন বিএনপি’র সাবেক আহবায়ক মহিউদ্দিন মিন্টু, নৈহাটী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইলিয়াজ হোসেন, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম-আহবায়ক বনি আমিন সোহাগ, বিএনপি নেতা কামরুজ্জামান তপন, কামরুল ইসলাম কচি, সাজ্জাত হোসেন, যুবদল নেতা মুন্না সরদার, সাবেক ছাত্রনেতা খান আলিম হাসান, রেজাউল ইসলাম রেজা, নয়ন মোড়ল, মাসুদ খান, জাহিদুল ইসলাম রবি, এফ.এম মনিরুল ইসলাম, কবির শেখ, বাবু মোল্যা, মহিউদ্দীন লিটু, ইসরাইল বাবু, মাঈনুল হাসান, নাঈম আহম্মেদ, খান ওলিয়ার রহমান, জাহিদ হাসান, বাবুল শেখ, আসাদ পাইক, বেল্লাল হোসেন, মিজানুর রহমান মিজান, খান আলমগীর, মুরাদ হোসেন বাবু, আবু দাউদ দানিশ, জিএম হিরোক, আরমান শেখ, আজাদ শেখ, শাহিনুর রহমান, শাহরুখ হাসান ও রবিউল হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় মুসল্লিরা। শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

্রিন্ট

আরও সংবদ