খুলনা | শুক্রবার | ০৯ জানুয়ারী ২০২৬ | ২৬ পৌষ ১৪৩২

ইসি ভোটের চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে: ইইউ

খবর প্রতিবেদন |
০৬:০৭ পি.এম | ০৮ জানুয়ারী ২০২৬


ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ইলেকশন অবজারভেশন মিশন প্রধান ড. ইভার্স ইয়াবস বলেছেন, ‘নির্বাচন কমিশন (ইসি) বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরেছে। আমি আশা করি নির্বাচন কমিশন বিষয়গুলো যথাযথভাবে মোকাবিলা করবে।’

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এসময় সংস্থাটির নির্বাচন পর্যবেক্ষকদের প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন ডেপুটি চিফ অবজারভার ইনতা লেসি, লিগ্যাল অ্যানালিস্ট আইরিনি-মারিয়া গৌরানী ও ইলেকশন অ্যানালিস্ট ভাসিল ভাসঙ্ক।

ইভার্স ইয়াবস বলেন, আমরা মাত্র আমাদের মিশন শুরু করেছি। আমাদের একটি টিম আছে, যারা পুরো প্রক্রিয়ায় শেষ পর্যন্ত কাজ করবে এবং সব বিস্তারিত তুলে ধরে একটি চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করবে। এই প্রেক্ষাপটে বলতে চাই, বাংলাদেশকে একটি প্রাণবন্ত গণতন্ত্র হিসেবে আপনাদের সম্পূর্ণ নির্বাচনি প্রক্রিয়া পর্যবেক্ষণের এই সুযোগকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ একটি সুন্দর দেশ, যেখানে বহুমাত্রিক ও বৈচিত্র্যময় সমাজ রয়েছে। আমরা সারা বাংলাদেশের ভোট পর্যবেক্ষণ করব।

বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কোন বিষয়গুলোর ওপর গুরুত্ব দেবে; জানতে চাইলে তিনি বলেন, প্রক্রিয়াগত বিষয়গুলো— যেমন: ভোটার নিবন্ধন, অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণের আয়োজন এবং পুরো প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা। ইতোমধ্যে আমাদের কাজ শুরু হয়েছে।

নির্বাচন নিয়ে ইসি আপনাদের কি জানিয়েছে; জানতে চাইলে তিনি বলেন, ইসি আমাদের পুরো প্রক্রিয়াটি ব্যাখ্যা করেছে এবং বিভিন্ন চ্যালেঞ্জের কথাও তুলে ধরেছে। উদাহরণ হিসেবে বলা যায়, সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজন করা একটি বড় চ্যালেঞ্জ। তবে আমি আশা করি, নির্বাচন কমিশন বিষয়টি যথাযথভাবে মোকাবিলা করবে।

্রিন্ট

আরও সংবদ