খুলনা | শুক্রবার | ০৯ জানুয়ারী ২০২৬ | ২৬ পৌষ ১৪৩২

এলপি গ্যাস ব্যবসায়ী সমিতির ধর্মঘট প্রত্যাহার

খবর প্রতিবেদন |
০৬:৪১ পি.এম | ০৮ জানুয়ারী ২০২৬


বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যানের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করেছেন তরলীকৃত পেট্রোলিয়াম গ‍্যাসের (এলপিজি) ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিইআরসির সঙ্গে বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন তারা।

এর আগে বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় দেশের পরিবেশক ও খুচরা বিক্রেতাদের উদ্দেশে জারি করা এক নোটিশে বৃহস্পতিবার থেকে সারাদেশে এলপিজি সিলিন্ডার বিক্রি ও সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছিল ব্যবসায়ীদের সংগঠন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড।

ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি সেলিম খান বলেন, এলপি গ্যাসের দোকানে ভোক্তা অধিকারের অভিযান বন্ধ করলেই ধর্মঘট প্রত্যাহার হবে। এছাড়া বিইআরসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে ভোক্তা পর্যায়ে এলপিজির ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫০০ টাকা নির্ধারণের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।

এদিন বিইআরসির সঙ্গে বৈঠকে ব্যবসায়ীদের তিনটি দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো- সারাদেশে চলমান প্রশাসনিক অভিযান বন্ধ করা, বিতরণকারী ও খুচরা বিক্রেতাদের চার্জ বৃদ্ধি করা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা।

গত ৪ জানুয়ারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়ে নতুন দর ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এ নিয়ে বুধবার (৭ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে এক সংবাদ সম্মেলনে নিজেদের দাবি তুলে ধরে ব্যবসায়ীরা জানান, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) থেকে নতুন করে এলপিজি সিলিন্ডারের মূল্য সমন্বয় করতে হবে। সেই সঙ্গে প্রশাসন দিয়ে পরিবেশকদের হয়রানি ও জরিমানা বন্ধ করতে হবে।

একই দিন ২৪ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য সারাদেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ রাখার ঘোষণা দেয় ব্যবসায়ীদের সংগঠন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। এরপর বুধবার সন্ধ্যায় দেশের পরিবেশক ও খুচরা বিক্রেতাদের উদ্দেশে জারি করা নোটিশের মাধ্যমে একই ঘোষণা দেয়া হয়।

্রিন্ট

আরও সংবদ