খুলনা | শুক্রবার | ০৯ জানুয়ারী ২০২৬ | ২৬ পৌষ ১৪৩২

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে দুই সপ্তাহে ৬২ লক্ষাধিক টাকার চোরাচালানী পণ্য আটক

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১১:৩৯ পি.এম | ০৮ জানুয়ারী ২০২৬


সাতক্ষীরা সীমান্তে  চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে গত দুই সপ্তাহে ৬২ লাখ ৬৪ হাজার টাকার ভারতীয় আমদানি নিষিদ্ধ বিভিন্ন প্রকার মালামাল জব্দ করেছে বিজিবি সদস্যরা। গত ২৬ ডিসেম্বর হতে ৮ জানুয়ারি পর্যন্ত সীমান্তের ভোমরা, কাকডাংগা, মাদরা, গাজীপুর,  হিজলদী, চান্দুরিয়া, সুলতানপুর বিওপি, ব্যাটালিয়ন সদর এবং বাঁকাল ও ঝাঁউডাঙ্গা চেকপোষ্ট এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায় সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন উলে­খিত সীমান্ত এলাকায় গত ২৬ ডিসেম্বর হতে ৮ জানুয়ারি পর্যন্ত চোরাচালান বিরোধী পৃথক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা হতে ২১ লাখ ৭৩ হাজার ৫০০ টাকা মূল্যের ঔষধ, ৩৬ লাখ ৩ হাজার ২৫০ টাকা মূল্যের ভারতীয় শাড়ী এবং ৪ লাখ ৮৭ হাজার ৮৬০ টাকা মূল্যের অন্যান্য চোরাচালানী মালামাল আটক  করা হয়।
চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উলে­খযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।
অধিনায়ক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি বিষয়টি নিশ্চিত কওে বলেন. বিজিবি টহলদল কর্তৃক উদ্ধার ভারতীয় মালামাল যথাযথ কার্যক্রম সম্পন্ন করতঃ সাতক্ষীরা কাস্টমস এ জমা করা হয়েছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবির এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন বলে জানান ওই বিজিবি কর্মকর্তা।
 

্রিন্ট

আরও সংবদ