খুলনা | শুক্রবার | ০৯ জানুয়ারী ২০২৬ | ২৬ পৌষ ১৪৩২

তালায় গভীর রাতে নগদ টাকা স্বর্ণালঙ্কার ও মোটরসাইকেল চুরি

তালা প্রতিনিধি |
১১:৪২ পি.এম | ০৮ জানুয়ারী ২০২৬


তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সুভাষিনী গ্রামে গভীর রাতে চুরি ও লুটপাটের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত তিনটার দিকে আব্দুর করিম খাঁ বাড়িতে এ ঘটনা ঘটে। এতে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে তালা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 
ভুক্তভোগী পরিবারের সদস্য আমিনুর রহমান জানান তিনি আবুল খায়ের কনজুমার ডিলার হিসেবে ব্যবসা করেন। ঘটনার দিন বাজার থেকে বাড়িতে ফিরে তিনি ব্যবসার নগদ ২ লাখ ৮৫ হাজার টাকা এবং ধান বিক্রির ১ লাখ ৩০ হাজার টাকা ঘরে রেখে দেন। রাতে পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে দুর্বৃত্তরা ঘরের গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। দুর্বৃত্তরা আলমারি ভেঙে নগদ মোট ৪ লাখ ১৫ হাজার টাকা, ৮ ভরি স্বর্ণালঙ্কার এবং একটি এফ জেড মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। সকালে স্ত্রীর কান্নার শব্দে ঘুম ভেঙে উঠে ঘরে চুরির বিষয়টি জানতে পারেন তিনি।
পরিবারের অপর সদস্য ময়দুল ইসলাম বলেন ঘটনার রাতে তিনি বাজারের একটি চায়ের দোকানে চা পান করার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে বাড়িতে ফিরে ঘুমিয়ে পড়ায় চুরির সময় কিছুই বুঝতে পারেননি। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

্রিন্ট

আরও সংবদ