খুলনা | শুক্রবার | ০৯ জানুয়ারী ২০২৬ | ২৬ পৌষ ১৪৩২

মোল্লাহাটে ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী

মোল্লাহাট প্রতিনিধি |
১১:৫৩ পি.এম | ০৮ জানুয়ারী ২০২৬


বাগেরহাটের মোল্লাহাটে ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী বৃহস্পতিবার বিকালে সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। মোল্লাহাট উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক এস এম ফরিদ আহমেদ, অধ্যক্ষ মিজানুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার রামপদ বিশ্বাসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, ক্রীড়া সংগঠক ও অভিভাবকবৃন্দ। সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার ও সনদ প্রদান করা হয়। অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন এবং নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে সুস্থ জাতি গঠনের আহŸান জানান। অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে শেষ হয়। 

্রিন্ট

আরও সংবদ