খুলনা | শুক্রবার | ০৯ জানুয়ারী ২০২৬ | ২৬ পৌষ ১৪৩২

আশাশুনি উপজেলা জাতীয়তাবাদী সাইবার দল গঠন

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি |
১১:৫৩ পি.এম | ০৮ জানুয়ারী ২০২৬


বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল আশাশুনি উপজেলা আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। জেলা সভাপতি এস আই আশা ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম রাজ স্বাক্ষরিত এবং দপ্তর সম্পাদক আলমগীর হোসেন প্রেরিত পত্রে এ তথ্য জানা গেছে
আশাশুনি উপজেলা কমিটির সভাপতি স. ম. আশিকুজ্জামান (আশাশুনি), সিঃ সহ-সভাপতি জাকির হোসেন (শ্রীউলা), সহ-সভাপতি এসএম শহিদুল ইসলাম (শ্রীউলা), আবু বাশারাত (শোভনালী), রাজু আহম্মেদ (আশাশুনি), ফরিদুল ইসলাম (আশাশুনি), মোঃ মুহাববাজ (শ্রীউলা), মোস্তাফিজুর রহমান (শোভনালী), আয়ুুব হোসেন বাবু (আশাশুনি), সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম বাধন (আশাশুনি), সিঃ যুগ্ম-সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম (শ্রীউলা), যুগ্ম-সাধারণ সম্পাদক সুকান্ত কুমার মণ্ডল (খাজরা), জাহিদুল ইসলাম (শোভনালী), এস. এম. মিঠুন (শ্রীউলা), মনিরুল ইসলাম (শ্রীউলা), লুৎফর রহমান (শ্রীউলা), সাংগঠনিক সম্পাদক মোঃ মহিবুল­াহ (শ্রীউলা), আলি মোর্তাজা (বুধহাটা), নাজমুল হোসেন (শোভনালী), শহিদুজ্জামান রহিত (আশাশুনি), রাশিদুজ্জামান (বুধহাটা), আলমগীর হোসেন (শ্রীউলা), দপ্তর-সম্পাদক এন. জেড. নাঈম (কাঁদাকাটি), সহ-দপ্তর-সম্পাদক শাহরিয়ার হোসেন (শ্রীউলা), আওয়াল হোসেন (শ্রীউলা), প্রচার সম্পাদক রিয়াছাত আলী (আশাশুনি), সহ-প্রচার সম্পাদক মেহেদী হাসান (বড়দল), আবির হোসেন (কুল্যা), আসলাম সানা (কাঁদাকাটি), সিদ্দিকুর রহমান সবুজ (বুধহাটা), কোষাধ্যক্ষ আরাফাত হোসেন (শ্রীউলা), আন্তর্জাতিক বিষয়ক ফয়সাল আমিন (শ্রীউলা), ধর্ম বিষয়ক আসমাতুল­াহ (শ্রীউলা), শিক্ষা বিষয়ক স্বাধীন গাজী (আশাশুনি), মহিলা বিষয়ক হৃত্তিকা আমিন হিয়া (আশাশুনি), তথ্য ও গবেষণা বিষয়ক সবুজ হোসেন (আনুলিয়া), সাংস্কৃতিক বিষয়ক সোহাগ আলম (শ্রীউলা), যুব বিষয়ক হামিদুল ইসলাম (বুধহাটা), ছাত্র বিষয়ক আল শাহরিয়ার (শোভনালী), আইন বিষয়ক মোশারফ হোসেন (কাঁদাকাটি), কৃষি বিষয়ক মোঃ হুমায়ন (শ্রীউলা), সমাজ কল্যাণ সম্পাদক আলমগীর হোসেন (আনুলিয়া), শ্রম বিষয়ক নাজমুল ইসলাম (শোভনালী), ক্রিড়া বিষয়ক রাজিবুল ইসলাম (আনুলিয়া), যোগাযোগ বিষয়ক আল কারীম (আনুলিয়া), স্বনির্ভর বিষয়ক হেলাল হোসেন (আনুলিয়া), বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক গালিব হোসেন (কাঁদাকাটি) সহ ৫৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

্রিন্ট

আরও সংবদ