খুলনা | শুক্রবার | ০৯ জানুয়ারী ২০২৬ | ২৬ পৌষ ১৪৩২

মারকাযুল উলূম খুলনায় সহীহ বুখারীর আখেরী দরস প্রদান

খবর বিজ্ঞপ্তি |
১২:৩১ এ.এম | ০৯ জানুয়ারী ২০২৬


দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী ইসলামী বিদ্যাপীঠ জামিআ ইসলামিয়া মারকাযুল উলূম খুলনা দীর্ঘদিন ধরে কুরআন-হাদীসভিত্তিক সহীহ ইসলামী শিক্ষা ও যোগ্য আলেম তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
দাওরায়ে হাদীসের কিতাবসমূহের মধ্যে সহীহ বুখারী হাদিসশাস্ত্রের শ্রেষ্ঠতম নির্ভরযোগ্য হাদীসগ্রন্থ। এই কিতাবের শিক্ষালাভ একজন তালেবে ইলমের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক। বর্তমান সমাজে ইসলামী আদর্শ প্রতিষ্ঠা ও দ্বীনের সার্বিক বিষয়ে অগ্রণী ভূমিকা পালনে হাদীস শিক্ষার গুরুত্ব অপরিসীম।
গতকাল বৃহস্পতিবার মারকাযুল উলূম খুলনায় অত্যন্ত ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে (দাওরায়ে হাদীস) তাকমীলের সহীহ বুখারীর আখেরী দরস প্রদান করেন দক্ষিণবঙ্গের আলেমকুল শিরোমণি, দেওবন্দের কৃতিসন্তান, শাইখুল হাদীস হযরত জাকারিয়া রহ. এর সোহবত প্রাপ্ত বিশিষ্ট বুযুর্গ, উস্তাযুল উলামা আল্লামা মুফতী গোলাম রহমান সাহেব।
কুরআন ও হাদিস শিক্ষার গুরুত্ব, নবী করিম (সাঃ) এর সুন্নাহ অনুসরণের প্রয়োজনীয়তা এবং দ্বীনি শিক্ষার প্রচার-প্রসারে মাদ্রাসাগুলোর ভূমিকার কথা তুলে ধরেন তিনি।
খতমে বুখারী ও দুআ মাহফিল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মারকাযুল উলূম খুলনার পরিচালক ও জাতীয় ইমাম পরিষদের সভাপতি মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া।
সভাপতির বক্তব্যে মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া হাদীস শিক্ষার গুরুত্ব, রাসূলুল্লাহ (সাঃ)-এর সুন্নাহর অনুসরণ ও সাহাবায়ে কেরামের অনুকরণ এবং নৈতিক চরিত্র গঠনে হাদীসের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন তিনি। খতমে বুখারী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গের বিশিষ্ট ওলামায় কেরামসহ জামিআর সম্মানিত মুহাদ্দিস, মুফতী ও আসাতিযায়ে কেরাম।

্রিন্ট

আরও সংবদ