খুলনা | শুক্রবার | ০৯ জানুয়ারী ২০২৬ | ২৬ পৌষ ১৪৩২

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া

খবর বিজ্ঞপ্তি |
১২:৩১ এ.এম | ০৯ জানুয়ারী ২০২৬


বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় খুলনা জেলা ট্রাক ট্রান্সপোর্ট ব্রোকারেজ বহুমুখি সমবায় সমিতির উদ্যোগে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ জোহর নগরীর রেলওয়ে হাসপাতাল রোড সংলগ্ন বায়তুন নাজাত হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। 
আসলাম হোসেন মৃধা-এর সভাপতিত্বে ও কাজী আফজাল হোসেনের সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও ২১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ আবু সাইদ।
এছাড়া উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম, মোঃ ইসমাইল শেখ, খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক নুর ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী কবির হোসেন মৃধা, ওলিয়ার রহমান, জাহিদ হোসেন, সমীরুদ্দিন মিনার, মাহফুজ, নজরুল ইসলাম, শফিকুর রহমান প্রমুখ।
স্মরণ সভা শেষে বিএনপি’র চেয়ারপারসন ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন বায়তুন নাজাত জামে মসজিদের পেশ ইমাম ও খতিব  হাফেজ মাওলানা ওসমান গনি।

্রিন্ট

আরও সংবদ