খুলনা | শুক্রবার | ০৯ জানুয়ারী ২০২৬ | ২৬ পৌষ ১৪৩২

সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের উদ্যোগে সচেতনতামূলক সভা কাল

খবর বিজ্ঞপ্তি |
১২:৩১ এ.এম | ০৯ জানুয়ারী ২০২৬


রহমত, বরকত ও নাজাতের মহিমান্বিত পবিত্র রমজান মাস সমাগত। সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম)-এর উদ্যোগে ১৪তম যাকাত ফেয়ারের অংশ হিসেবে আগামীকাল শনিবার সকাল ১০টায় কেডিএ কম্পাউন্ডের মিনি কমিউনিটি সেন্টারে “যাকাতের মাসআলা-মাসায়েল ও সঠিক হিসাব পদ্ধতি” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সচেতনতামূলক সভা।
সভায় যাকাত বিষয়সমূহ আলোচনা হবে : যাকাত সম্পর্কিত বই বিতরণ; ব্যক্তিগত যাকাতের সঠিক হিসাব নিরূপণ; ব্যবসায়িক যাকাতের হিসাব পদ্ধতি; যাকাত বিষয়ক মাসআলা ও মাসায়েলের প্রশ্নোত্তর; যাকাত বিতরণের প্রাতিষ্ঠানিক ব্যবস্থা; দারিদ্র্য বিমোচনে সিজেডএম-এর যাকাতভিত্তিক কর্মকৌশল ও অবদান।

্রিন্ট

আরও সংবদ