খুলনা | শুক্রবার | ০৯ জানুয়ারী ২০২৬ | ২৬ পৌষ ১৪৩২

পিরোজপুরে নিখোঁজের ১৭ দিন পর প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

পিরোজপুর প্রতিনিধি |
১২:৪৬ এ.এম | ০৯ জানুয়ারী ২০২৬


পিরোজপুরে নিখোঁজের ১৭ দিন পর মারুফ সিকদার (২৭) নামে এক বাক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে পিরোজপুর সদর উপজেলার ব্রাহ্মণকাঠি গ্রামের ব্রাহ্মণকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মারুফ সিকদার পিরোজপুর সদর উপজেলার রায়েরকাঠি গ্রামের সাহেদ সিকদারের ছেলে। পিরোজপুর সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদ হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের খালের ঝোপের মধ্যে একটি অজ্ঞাত যুবকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এরপর এলাকায় গত ১৭ দিন ধরে নিখোঁজ থাকা এক বাক প্রতিবন্ধী যুবকের পরিবারের সদস্যদের খবর দেওয়া হলে তারা এসে মরদেহটি মারুফ সিকদারের বলে শনাক্ত করেন। এ সময় নিহতের পরিবার যুবকের শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে হত্যার অভিযোগ করেন। তবে পুলিশ বিষয়টি এখনো নিশ্চিত করেনি।
নিহত মারুফ সিকদারের বাবা সাহেদ সিকদার বলেন, ‘গত মাসের ২৩ তারিখ আমার বাক প্রতিবন্ধী ছেলে নিখোঁজ হয়। আজ (বৃহস্পতিবার) একটি লাশ উদ্ধারের খবর পেয়ে এখানে এসে দেখি এটি আমার ছেলের মরদেহ। আমার ছেলের স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। আমার ধারণা, পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।’
পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদ হোসেন বলেন, ‘ব্রাহ্মণকাঠি গ্রাম থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। একটি পরিবার দাবি করছে এটি তাদের নিখোঁজ সন্তানের। তবে আমরা এখনো চূড়ান্তভাবে শনাক্ত করতে পারিনি। মরদেহ শনাক্তকরণ ও তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।’

্রিন্ট

আরও সংবদ