খুলনা | শুক্রবার | ০৯ জানুয়ারী ২০২৬ | ২৬ পৌষ ১৪৩২

সাগরে গভীর নিম্নচাপ, শীত নিয়ে বড় দুঃসংবাদ

খবর প্রতিবেদন |
০১:৩৯ এ.এম | ০৯ জানুয়ারী ২০২৬


বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপে রূপ নিয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে চলমান শীতের প্রকোপ আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগর এলাকায় তৈরি হওয়া নিম্নচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিমমুখী হয়ে ঘনীভূত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে এটি গভীর নিম্নচাপ আকারে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় অবস্থান করছিল।

আবহাওয়াবিদরা বলছেন, সিস্টেমটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে শ্রীলংকার উপকূল অতিক্রম করতে পারে।

আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান জানান, গভীর নিম্নচাপটির একটি বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। একই সঙ্গে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের একটি অংশ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের পশ্চিমাঞ্চলের ওপর অবস্থান করছে, যা শীতের তীব্রতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখছে।

শুক্রবার সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

এদিকে গোপালগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ফেনী, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার পাশাপাশি রাজশাহী ও রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আরও কিছুদিন অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা এলাকায় কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা দিতে পারে। অন্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। এ সময় রাতের তাপমাত্রা খুব একটা পরিবর্তন নাও হতে পারে, তবে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

্রিন্ট

আরও সংবদ