খুলনা | শুক্রবার | ০৯ জানুয়ারী ২০২৬ | ২৬ পৌষ ১৪৩২

বিক্ষোভে উত্তাল ইরান: পুরো দেশে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন

খবর প্রতিবেদন |
০১:৪২ এ.এম | ০৯ জানুয়ারী ২০২৬


জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে চলমান বিক্ষোভ সহিংস রূপ নেওয়ায় পুরো ইরানজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

অনলাইন পর্যবেক্ষক গ্রুপ নেটব্লকস বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জানিয়েছে, ইরানের সব অঞ্চলে ইন্টারনেট ব্ল্যাকআউট কার্যকর। বিচ্ছিন্নকরণের আগে বিক্ষোভকারীদের ওপর বিভিন্ন ডিজিটাল সেন্সরশিপ ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্রুপটি মন্তব্য করেছে, সংকটময় মুহূর্তে সাধারণ মানুষের যোগাযোগের অধিকার ব্যহত করা হচ্ছে।

ইরানি মুদ্রা রিয়ালের নজিরবিহীন দরপতন ও জীবনযাত্রার ব্যয় অসহনীয় মাত্রায় বেড়ে যাওয়ার জেরে গত ডিসেম্বরের শেষ দিক থেকে দেশটিতে বিক্ষোভ শুরু হয়। সময়ের সঙ্গে সঙ্গে এই আন্দোলন সহিংস রূপ নিচ্ছে এবং বিক্ষোভের মাত্রা ক্রমেই তীব্র হচ্ছে।

এতে হতাহতের সংখ্যাও বাড়ছে বলে জানা গেছে। এমন অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই কর্তৃপক্ষ ইন্টারনেট বন্ধের এই পদক্ষেপ নিল।
সূত্র: আল জাজিরা

্রিন্ট

আরও সংবদ