খুলনা | শুক্রবার | ০৯ জানুয়ারী ২০২৬ | ২৬ পৌষ ১৪৩২

নগরীর ৮নং ওয়ার্ডে গণসংযোগকালে মাহফুজ

শিল্পাঞ্চলে সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত করতে সবার সহযোগিতা অপরিহার্য

খবর বিজ্ঞপ্তি |
০২:০৯ এ.এম | ০৯ জানুয়ারী ২০২৬


মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, খালিশপুর শিল্পাঞ্চল এলাকার সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত করতে জনগণের সহযোগিতা অপরিহার্য। জনগণ পরিবর্তন চায়। তাদের এই প্রত্যাশা ও ভালোবাসা আমাকে আরও আন্তরিক ও দায়িত্বশীল ভাবে কাজ করার অনুপ্রেরণা দিচ্ছে। যেকোন বিপদ আপদে জামায়াত বরাবরই পাশে রয়েছে। মানুষের কল্যাণে রাজনীতি করতে চাই।
গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী খুলনা-৩ আসনের শিল্পাঞ্চল খ্যাত খালিশপুর থানার ৮নং ওয়ার্ডের প্লাটিনাম জুটমিলস গেট হয়ে ক্রিসেন্ট জুট মিলস্ ও পাওয়ার হাউসগেট পর্যন্ত গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।  
এ সময় উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি আজিজুল ইসলাম ফরাজী, মহানগর ছাত্রশিবিরের সভাপতি আরাফাত হোসেন মিলন, খালিশপুর থানা আমীর মাওলানা আব্দুল্লাহ আল মামুন শেখ, ৮নং ওয়ার্ড আমীর আবু সাঈদ, বিএল কলেজের সাবেক ভিপি এড. জাহাঙ্গীর কবির, সাবেক ছাত্রনেতা মুনসুর আলম চৌধুরী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নগর সহ-সভাপতি এস এম মাহফুজুর রহমান, আরিফ বিল্লাহ, আল কাওছার আমীন, এড. সাঈদুর রহমান, বেবি জামান ও বিপ্লব হোসেন বাবু প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ