খুলনা | শুক্রবার | ০৯ জানুয়ারী ২০২৬ | ২৬ পৌষ ১৪৩২

আশাশুনি থেকে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট আমিরুল আটক

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
০২:১১ এ.এম | ০৯ জানুয়ারী ২০২৬


সাতক্ষীরার আশাশুনি থেকে অনলাইন ক্যাসিনোর মাস্টার এজেন্ট আমিরুল ইসলামকে আটক করেছে গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি)। বুধবার দিবাগত রাত একটার দিকে উপজেলার আনুলিয়া ইউনিয়নের মধ্যম একসরা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক আমিরুল ইসলাম (২৯) মধ্যম একসরা গ্রামের আব্দুল কারিকরের ছেলে। 
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নিজাম উদ্দিন মোল্লা জানান গোপন সংবাদের ভিত্তিতে রাত একটার দিকে আশাশুনির মধ্যম একসরা গ্রামে অভিযান চালিয়ে চিহ্নিত অনলাইন জুয়ায় মাস্টার এজেন্ট ও 1x bet agent  আমিরুলকে আটক করা হয়। সে অনেক দিন যাবত আত্মগোপনে থেকে অনলাইন ক্যাসিনোর মাস্টার এজেন্ট-এর দায়িত্ব পালন করে আসছিলো। আটকের পর তার কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত একাধিক অ্যাপসহ স্মার্ট ফোন জব্দ করা হয়েছে। আটককৃতের বিরুদ্ধে আশাশুনি থানায় সাইবার সুরক্ষা মামলা দায়ের করে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
 

্রিন্ট

আরও সংবদ