খুলনা | শুক্রবার | ০৯ জানুয়ারী ২০২৬ | ২৬ পৌষ ১৪৩২

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় জেলা যুবদলের দোয়া

খবর বিজ্ঞপ্তি |
০২:১২ এ.এম | ০৯ জানুয়ারী ২০২৬


বিএনপি’র চেয়ারপারসন ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় খুলনা জেলা যুবদলের আয়োজনে কোরআন খতম এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার সকাল ১০টায় খুলনা টাউন ক্লাবে কোরআর তেলাওয়াতের মধ্যে দিয়ে দোয়া অনুষ্ঠান শুরু হয়। পরে বিএনপি’র চেয়ারপারসন ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবনি নিয়ে আলোচনা করা হয়। জেলা যুবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েদ-এর সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মনিরুজ্জামান মন্টু। 
জেলা যুবদলের সদস্য সচিব শেখ নাদিমুজ্জামান জনির সঞ্চালনায় দোয়ায় বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক জুলফিকার আলি জুলু ও মোল্লা খায়রুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুল্লাহেল কাফী সখা, গোলাম মোস্তফা তুহিন, জাবির আলী, মোঃ রুবেল মীর, মাশকুর হাসান ফ্রান্স, অহিদুজ্জামান সোহাগ, তানভীর আহমেদ সুমন, আলমগীর হোসেন লালন, এস এম জাহিদুর রহমান শোভন, মোমিনুর রহমান সাগর, ইয়ারুল ইসলাম রিপন, তায়েফ উদ্দিন দারা, জিহাদুল হক জিহাদ, তৌহিদুর রহমান শান্ত, সদস্য রাসেল আহমেদ নাসিম, আমিন গাজী নয়ন, বশির আহমেদ শাহীন, মেজবাউল হক শুভ, মোস্তফা খালিদ, এম ডি জাকারিয়া, মোস্তাফিজুর রহমান আজিবর, শেখ ফারুক, মুক্তারুজ্জামান মুক্তা, আসাদুজ্জামান সুমন, আব্দুল্লাহ মামুন রাজু, শাওন ইবনে আকবর, মাসুদ রানা, রাসেল শেখ, বদরুজ্জামান বাবু, মফিজুল ইসলাম, আশিকুজ্জামান আশিক, ডা. হাসানুজ্জামান, মোক্তাদির বিল্লাহ, ইমরান হোসেন পাপ্পু মীর, শেখ হাফিজুর রহমান বাবু, এস এম নাসির উদ্দীন, দাকোপ উপজেলা যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম বুলবুল, বটিয়াঘাটা উপজেলা যুবদলের সদস্য সচিব বাহাদুর মুন্সি প্রমুখ। 
কোরআন খতম ও আলোচনা শেষে দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। দোয়া শেষে মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে নতুন পোষাক ও সর্বসাধারনের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

্রিন্ট

আরও সংবদ