খুলনা | শুক্রবার | ০৯ জানুয়ারী ২০২৬ | ২৬ পৌষ ১৪৩২

কুয়েটে নির্মাণ শ্রমিকের মৃত্যু, সহকর্মীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক |
০২:১৩ এ.এম | ০৯ জানুয়ারী ২০২৬


খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর স¤প্রসারিত ক্যাম্পাসে নির্মাণাধীন ১০ তলা নতুন একাডেমিক ভবনের তৃতীয় তলার ছাদ থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত শ্রমিকের নাম গোলাম মোস্তফা ওরফে গোলাপ মিয়া (২১)। তিনি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি তিন ভাই-বোনের মধ্যে সবার বড় ছিলেন। পারিবারিক অভাব-অনটনের কারণে তিনি রংপুর থেকে কুয়েটে নির্মাণ শ্রমিকের কাজ করতে এসেছিলেন।
জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে অন্যান্য শ্রমিকদের সঙ্গে কাজ করার সময় বৈদ্যুতিক শর্ট খেয়ে ভবনের তৃতীয় তলা থেকে নিচে পড়ে যান তিনি। গুরুতর আহত অবস্থায় সাব-কন্ট্রাক্টর ও সহকর্মীরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সহকর্মীর মৃত্যুতে ক্ষুব্ধ শ্রমিকরা ঠিকাদারি প্রতিষ্ঠান দ্য সিভিল ইঞ্জিনিয়ারিং এ্যান্ড এসএস জেভি-এর অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় তারা নির্মাণ সাইটে নিরাপত্তা ত্র“টির অভিযোগ এনে প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার (পিএম) দেবাশীষসহ ঠিকাদারি প্রতিষ্ঠানের আরেক প্রকৌশলীকে অফিসে অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে।
এ বিষয়ে কুয়েটের প্রধান প্রকৌশলী এ বি এম মামুনুর রশিদ বলেন, নির্মাণাধীন ১০ তলা একাডেমিক ভবনের তৃতীয় তলা থেকে পড়ে এক শ্রমিক গুরুতর আহত হন। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 

্রিন্ট

আরও সংবদ