খুলনা | শনিবার | ১০ জানুয়ারী ২০২৬ | ২৭ পৌষ ১৪৩২

স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার নতুন সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে

খবর প্রতিবেদন |
০৫:৫৬ পি.এম | ০৯ জানুয়ারী ২০২৬


ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বির হত্যার ঘটনায় দুই দিন পেরিয়ে গেলেও এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্ঙ্খলা বাহিনী। এর প্রতিবাদে শুক্রবার (৯ জানুয়ারি) রাজধানীর বসুন্ধরা শপিংমল এলাকায় বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

এদিকে মুসাব্বির হত্যাকাণ্ড সংশ্লিষ্ট আরও একটি ভিডিও ফুটেজ এসেছে পুলিশের হাতে। এ নিয়ে জোর তদন্ত চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

দুপুরে রাজধানীর বসুন্ধরা শপিংমলের পেছনের গেটে মুসাব্বির হত্যার বিচারের দাবিতে রাস্তায় নামে এলাকাবাসী ও দলের নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে রাজপথ।

পরে বিক্ষোভ মিছিল নিয়ে ফার্মগেট হয়ে তেজগাঁও থানার সামনে এসে অবস্থান নেন বিক্ষোভকারীরা। তারা দ্রুততম সময়ে হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানান।

এদিকে, পুলিশ বলছে তাদের হাতে নতুন সিসিটিভি ফুটেজ এসেছে। এ বিষয়ে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক‍্যশৈনু মারমা বলেন, নতুন পাওয়া ভিডিও ফুটেজে শুটারদের চেহারা আরও স্পট। যা বিশ্লেষণ করে হত্যায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

গত বুধবার রতে রাজধানীর পশ্চিম তেজতুরি পাড়ায় সাবেক এই নেতাকে গুলি করে দুর্বৃত্তরা। পরে রাজধানীর বিআরবি হাসপাতালে নেয়া হলে তিনি মৃত্যুবরণ করেন।

্রিন্ট

আরও সংবদ