খুলনা | রবিবার | ১১ জানুয়ারী ২০২৬ | ২৭ পৌষ ১৪৩২

বিভাগীয় পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে সাকিন আজাহার টেকনিক্যাল কলেজ চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক |
১২:১১ এ.এম | ১০ জানুয়ারী ২০২৬


খুলনা বিভাগীয় পর্যায়ের আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সাকিনা আজাহার টেকনিক্যাল কলেজ বাগেরহাট। খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে গতকাল শুক্রবার বিকেল ৩টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সাকিনা আজাহার টেকনিক্যাল কলেজ বাগেরহাট মাগুরা আদর্শ কলেজকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। চ্যাম্পিয়ন দলের ১০ নম্বর খেলোয়াড় সেকেন্দার আলী আল আমিন ফাইনাল খেলার সেরা খেলোয়াড় নির্বাচিত হন। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হন মাগুরা আদর্শ কলেজের ৯ নম্বর জার্সিধারী রাব্বি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন এবং রানারআপ দলকে ট্রফি ও প্রাইজমানি পুরস্কৃত করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ  আসাদুল হক। আরো উপস্থিত ছিলেন সাবেক ফিফা রেফারি ও খুলনা রেফারি এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোল্লা এহসানুল হক, সাবেক খেলোয়াড় মোস্তাফিজুর রহমান পলাশ ও জিয়াউল ইসলাম, বিভাগীয় ফুটবল কোচ শেখ আশরাফ হোসেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ আলীমুজ্জামান।

্রিন্ট

আরও সংবদ