খুলনা | রবিবার | ১১ জানুয়ারী ২০২৬ | ২৭ পৌষ ১৪৩২

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

কোনো শক্তি বা পরাশক্তিই দেশকে বিরাজনীতিকরণ করতে পারবে না মঞ্জু

খবর বিজ্ঞপ্তি |
০১:৩৬ এ.এম | ১০ জানুয়ারী ২০২৬


জনগণ ইতোমধ্যেই স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে তারা একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ চায়, বৈষম্যহীন বাংলাদেশ চায় উল্লেখ করে খুলনা-২ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেন, তারা এমন একটি রাষ্ট্র চায়, যেখানে আইনের শাসন থাকবে, সুবিচার নিশ্চিত হবে এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। একমাত্র বেগম খালেদা জিয়া জীবনের শেষদিন পর্যন্ত কোনো ধরনের আপস করেননি। এই ত্যাগ ও আপোষহীনতার জন্যই বিএনপি’র নেতাকর্মীরা এতটা সাহসী। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার গণতন্ত্রের মশাল এখন তারেক রহমানের হাতে। কোনো শক্তি বা পরাশক্তিই দেশকে বিরাজনীতিকরণ করতে পারবে না 
শুক্রবার বাদ আসর ১৭নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ দলের যৌথ আয়োজনে হাসনা হেনার সভাপতিত্বে শাহানা রহমানের পরিচালনায় মহিলা সুধী সমাবেশে এসব কথা বলেন তিনি।পরে  সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। 
বিকেল ৫টায় খুলনা রেল স্টেশনে খুলনা সদর থানা শ্রমিক দল আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা জিএম মাহমুমুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। আসর বাদ ২৭নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ দলের আয়োজনে লোহারগেট সংলগ্ন এলাকায় বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন মঞ্জু। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা মামুনুর রহমান।
এ সকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা, সাধারন সস্পাদক শফিকুল আলম তুহিন, আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দিপু, এড. গোলাম মওলা, এস এম শাহজাহান, আনোয়ার হোসেন, শের আলম সান্টু, মাহবুব হাসান পিয়ারু, মোল্লা ফরিদ আহমেদ, মুজিবর রহমান, আজিজা খানম এলিজা, রবিউল ইসলাম রবি, নিয়াজ আহমেদ তুহিন, শামসুজ্জামান চঞ্চল, শফিকুল ইসলাম শফি, এড. হালিমা খাতুন, শেখ জামিরুল ইসলাম জামিল, হাসান মেহেদী রিজভী, মহিবুল্লাহ শামীম, শরিফুল ইসলাম বাবু, সরদার রবিউল ইসলাম রবি, আব্দুল জব্বার, মেহেদী হাসান সোহাগ, মেশকাত আলী, মহিউদ্দিন টারজান, আবু সাঈদ শেখ, শামীম খান, আবু বক্কর, মাজেদা খাতুন, ইকবাল হোসেন, মিজানুজ্জাান তাজ, কামাল উদ্দিন, সুলতান মাহমুদ সুমন, শরিফুল ইসলাম সাগর ও আল আমিন তালুকদার প্রিন্স প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ