খুলনা | রবিবার | ১১ জানুয়ারী ২০২৬ | ২৭ পৌষ ১৪৩২

মনা আহবায়ক, সাচ্চু ও তুহিন সমন্বয়ক

খুলনা-২ আসনে ভোটের লড়াইয়ে প্রস্তুত বিএনপি, গঠিত হলো ১০১ সদস্যের পরিচালনা কমিটি

খবর বিজ্ঞপ্তি |
০১:৪৯ এ.এম | ১০ জানুয়ারী ২০২৬


খুলনা বিএনপি’র নেতৃবৃন্দ বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হলে সংগঠিতভাবে মাঠপর্যায়ে সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করা ছাড়া কোনো বিকল্প নেই। ভোটারদের সাংবিধানিক অধিকার রক্ষা এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ক্ষেত্রে নির্বাচন পরিচালনা কমিটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য দলের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে এবং নির্বাচন প্রক্রিয়ায় যেকোনো ধরনের অনিয়ম, বাধা কিংবা ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার ও সতর্ক থাকতে হবে।
শুক্রবার সন্ধ্যায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে খুলনা-২ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর নির্বাচনী কার্যক্রম সুষ্ঠু, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে পরিচালনার লক্ষ্যে নির্বাচন পরিচালনা কমিটি গঠনের উদ্দেশ্যে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় বক্তারা এসব কথা বলেন। 
মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় নেতৃবৃন্দ নির্বাচন কমিশনের প্রতি একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার জোর দাবি জানান। একই সঙ্গে তারা প্রশাসনের নিরপেক্ষ, পেশাদার ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন, যাতে জনগণ নির্বিঘেœ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।
সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের হারানো অধিকার ফিরিয়ে দিতে ধানের শীষের পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি করতে হবে। এ জন্য নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করা এবং দলীয় বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী সদস্য ও সাবেক সিটি মেয়র মনিরুজ্জামান মনি। এছাড়া উপস্থিত থেকে বক্তৃতা করেন সেকেন্দার জাফরুল্লাহ খান সাচ্চু, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশীদ মিরাজ, কাজী মোঃ রাশেদ, বেগম রেহানা ঈসা, আরিফুজ্জামান অপু, হাফিজুর রহমান মনি, কে এম হুমায়ুন কবীর, মাহবুব কায়সার, আসাদুজ্জামান মুরাদ, মোল্লা ফরিদ আহম্মেদ, আসাদুজ্জামান আসাদ, মজিবর রহমান, আব্দুল আজিজ সুমন, আক্তারুজ্জামান সজীব তালুকদার, মিরাজুর রহমান মিরাজ, মিজানুর রহমান মিলটন, আজিজা খানম এলিজা, শফিকুল ইসলাম শফি, ইশতিয়াক আহম্মেদ ইস্তি, এড. হালিমা আক্তার খানম, শেখ মোহাম্মাদ আদনান, ইউসুফ হারুন মজনু, কে এম এ জলিল, জাকির ইকবাল বাপ্পি, মোঃ নাসির উদ্দিন, শরিফুল ইসলাম বাবু, নজরুল ইসলাম বাবু, জামাল হোসেন তালুকদার, আবু সাঈদ শেখ, আল আমিন শেখসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সভায় সর্বসম্মতিক্রমে মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনাকে আহবায়ক, সেকেন্দার জাফরুল্লাহ খান সাচ্চু ও শফিকুল আলম তুহিনকে সমন্বয়ক এবং মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশীদ মিরাজ ও বেগম রেহানা ঈসাকে সদস্য করে ১০১ সদস্য বিশিষ্ট খুলনা-২ আসনের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। 
সভায় নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, গঠিত নির্বাচন পরিচালনা কমিটিগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করে খুলনা-২ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে কার্যকর ভূমিকা পালন করবে।

্রিন্ট

আরও সংবদ