খুলনা | রবিবার | ১১ জানুয়ারী ২০২৬ | ২৮ পৌষ ১৪৩২

মুসাব্বির হত্যার প্রতিবাদে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১১:৫০ পি.এম | ১০ জানুয়ারী ২০২৬


স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর-এর সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে সন্ত্রাসী কর্তৃক গুলি চালিয়ে নির্মমভাবে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সাতক্ষীরা জেলা শাখা। শনিবার বিকালে শহরের পরিবহন কাউন্টারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চায়না বাংলার সামনে গিয়ে সমাবেশ মিলিত হয়।
সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান সজীবের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক রুহুল আমিন পাড়, আসাদুজ্জামান খোকা, মনজুরুল মোরশেদ মিলন, রাজিবুল ইসলাম রাজীব, মোঃ আলম, দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলী হাসান খান হাবলু, সদস্য সচিব আজিজুর রহমান সেলিম, সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম সারোয়ার, সদস্য সচিব জাকির হোসেন আফিল, সদস্য কামরুল ইসলাম, জাহিদ হোসেন মুকুল, মোঃ শামসুর রহমান, মোঃ গোলাম রাব্বী প্রমুখ। এ সময় বিভিন্ন উপজেলার স্বেচ্ছাসেবকদলের আহবায়ক ও সদস্য সচিবসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

্রিন্ট

আরও সংবদ