খুলনা | রবিবার | ১১ জানুয়ারী ২০২৬ | ২৮ পৌষ ১৪৩২

বিএনপি’র আইন সহায়তা উপ-কমিটির প্রধান ব্যারিস্টার রুহুল কুদ্দুস

ঝিনাইদহ প্রতিনিধি |
১২:৫৪ এ.এম | ১১ জানুয়ারী ২০২৬


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য গঠিত বিএনপি’র আইনী সহায়তা উপ-কমিটির প্রধান করা হয়েছে সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে। গতকাল শনিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক পত্রে দলের এ সিদ্ধান্ত জানানো হয়েছে। পত্রে বলা হয়েছে, আইনী সহায়তা উপ-কমিটির অপর সদস্যদের নাম শিগগিরই ঘোষণা করা হবে। 
এর আগে গত ১ জানুয়ারি দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান এবং সিনিয়র যুগ্ম-মহাসচিব এড. রুহুল কবির রিজভীকে সদস্য সচিব করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ পরিচালনার জন্য ৪৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে বিএনপি। ওই কমিটির ভাইস চেয়ারম্যান করা হয়েছে বেগম সেলিমা রহমান ও শামসুজ্জামান দুদুকে। প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ ইসমাইল জবিউল­াহ। ৪৩ সদস্য বিশিষ্ট এই কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটিরও সদস্য করা হয়েছে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে। ব্যারিস্টার কাজল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সর্বশেষ নির্বাচিত সম্পাদক এবং বাংলাদেশ বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান। তিনি ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ছিলেন। 
 

্রিন্ট

আরও সংবদ