খুলনা | রবিবার | ১১ জানুয়ারী ২০২৬ | ২৮ পৌষ ১৪৩২

চট্টগ্রামে গুলি করে যুবককে হত্যা, আরেকজন গুলিবিদ্ধ

খবর প্রতিবেদন |
০১:৩৬ এ.এম | ১১ জানুয়ারী ২০২৬


চট্টগ্রামের ফটিকছড়িতে দুর্বৃত্তের গুলিতে জামাল উদ্দিন ওরফে ছোট জামাল (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় গুলিতে নাছির নামে আরও একজন আহত হয়েছেন। 
শনিবার রাত ৮টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর দিঘীরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জামাল জামায়াতে ইসলামীর কর্মী বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। তবে জামায়াতের পক্ষ থেকে তা নিশ্চিত হওয়া যায়নি। আহত অবস্থায় নাছিরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা দু’জনই শাহনগর এলাকার বাসিন্দা। তবে কারা কী কারণে তাদের ওপর গুলি করেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 
বিষয়টি নিশ্চিত করে লেলাং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারোয়ার হোসেন বলেন, ‘শনিবার রাতে কয়েকজন সশস্ত্র ব্যক্তি এসে জামালকে লক্ষ্য করে গুলি করে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়। তিনি জামায়াতের কর্মী বলে শুনেছি। হামলায় নাছির নামে আরও একজন গুলিবিদ্ধ হন। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে অবস্থান করছে।’
ফটিকছড়ির নাজিরহাট পৌরসভা জামায়াতের সেক্রেটারি শামসুল আরেফীন আরিফ বলেন, ‘শুনেছি এক যুবক গুলিতে মারা গেছেন, তিনি আমাদের কর্মী কিনা, আমরা সে বিষয়ে বিস্তারিক খোঁজখবর নিচ্ছি।’
জেলা পুলিশের হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোঃ তারেক আজিজ বলেন, ‘ফটিকছড়িতে দুজনকে গুলি করা হয়েছে বলে শুনেছি। এর মধ্যে জামাল নামে একজন ঘটনাস্থলে নিহত হন। আহত অবস্থায় একজনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।’

্রিন্ট

আরও সংবদ