খুলনা | রবিবার | ১১ জানুয়ারী ২০২৬ | ২৮ পৌষ ১৪৩২

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৬

খবর প্রতিবেদন |
০১:৪৮ এ.এম | ১১ জানুয়ারী ২০২৬


যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের ক্লে কাউন্টিতে কমপক্ষে ছয়জনকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। স্থানীয় সময় শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যম এবং আইন প্রয়োগকারী সংস্থা এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
স¤প্রচারমাধ্যম এনবিসি নিউজের সহযোগী ডব্লিউটিভিএ জানিয়েছে, তিনটি ভিন্ন স্থানে গুলি চালানোর ঘটনা ঘটে।
ক্লে কাউন্টির শেরিফ এডি স্কট সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানান, সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি আর স্থানীয় বাসিন্দাদের জন্য হুমকি নন।
এডি স্কট নিহতের সংখ্যা নিয়ে নির্দিষ্ট কোনো তথ্য দেননি। তবে ডব্লিউটিভিএ জানিয়েছে, বন্দুকধারীর গুলিতে ছয়জন মারা গেছেন।
ক্লে কাউন্টির শেরিফ স্কট ফেসবুকে লেখেন, আমি অনুরোধ করছি, আপনারা ভুক্তভোগী এবং তাদের পরিবারকে সমবেদনা জানাবেন এবং তাদের জন্য প্রার্থনা করবেন।
মিসিসিপির উত্তর-পূর্বাঞ্চলীয় ক্লে কাউন্টির ২০ হাজার মানুষ বাস করেন।

্রিন্ট

আরও সংবদ