খুলনা | রবিবার | ১১ জানুয়ারী ২০২৬ | ২৮ পৌষ ১৪৩২

রূপসার বাগমারায় দুর্বৃত্তদের গুলিতে বিকুল নিহত

নিজস্ব প্রতিবেদক |
০২:৪৮ এ.এম | ১১ জানুয়ারী ২০২৬


খুলনার রূপসা উপজেলার বাগমারা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আব্দুল বাছেদ বিকুল নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত পৌণে ১টার দিকে এ ঘটনাটি ঘটে।

নিহত বিকুল রূপসা উপজেলার বাগমারা এলাকার বাসিন্দা আব্দুল আওয়ালের ছেলে।

স্থানীয়রা জানান, গভীর রাতে হঠাৎ গুলির শব্দ শোনা গেলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ঘটনাস্থলে গিয়ে রাশেদ বিকুলকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হলে রাত পৌণে ২টায় তিনি মারা যান। 

্রিন্ট

আরও সংবদ