খুলনা | বুধবার | ১৪ জানুয়ারী ২০২৬ | ১ মাঘ ১৪৩২

অনুর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টের বাছাই পর্বের খেলোয়াড়দের সাথে মতবিনিময়

তথ্য বিবরণী |
১২:৩১ এ.এম | ১২ জানুয়ারী ২০২৬


অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টের বাছাই পর্বের  খেলোয়াড়দের সাথে মতবিনিময় ও পরিচিতি অনুষ্ঠান  রোববার বিকেলে খুলনা বিভাগীয় স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মুহাম্মদ আসাদুল হক।
অনুষ্ঠানে খেলোয়াড়দের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, খেলাধুলার পাশাপাশি লেখাপড়া চালিয়ে যেতে হবে। ইংরেজি ভাষার ওপর দক্ষতা বাড়াতে হবে। টার্গেট থাকতে হবে যেন, খেলার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করা যায়। জীবন হতে হবে নিয়ন্ত্রিত। বড় কিছু পেতে হলে অবশ্যই খারাপ সঙ্গ ত্যাগ করতে হবে। খেলোয়াড় বাছাই পর্বে স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহŸান জানান তিনি।
এ সময় সিনিয়র সাংবাদিক ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য শেখ দিদারুল আলম, বিভাগীয় কোচ মনোয়ার আলী মনু, ইমদাদুল বাশার রিপন, বিসিবি’র সিলেকটর নাহিদ চৌধুরী, ভেন্যু ম্যানেজার আল আমিন, ভেন্যু কোঅর্ডিনেটর মোস্তাফিজুর রহমান, সাবেক ক্রীড়া শিক্ষক এড. মোল­া আফুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। খুলনা বিভাগীয় স্টেডিয়ামে ১০ জেলার ৪৭ জন ক্রিকেট খেলোয়াড় বাছাই পর্বের অনুশীলন করছেন।

্রিন্ট

আরও সংবদ