খুলনা | সোমবার | ১২ জানুয়ারী ২০২৬ | ২৯ পৌষ ১৪৩২

নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা

কুয়েটে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা বৃহস্পতিবার

খবর বিজ্ঞপ্তি |
০২:০২ এ.এম | ১২ জানুয়ারী ২০২৬


খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা উপলক্ষে নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। কুয়েটের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ বিএস-সি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আগামী ১৫ জানুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লিখিত পরীক্ষা এবং বিআর্ক প্রোগ্রামের মুক্তহস্ত অংকন পরীক্ষা দুপুর পৌনে ১টা থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদভাবে সম্পন্ন করার লক্ষ্যে রবিবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী।
সমন্বয় সভায় উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন ও ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি প্রফেসর ড. মুহাম্মাদ হারুনুর রশীদ, বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায়, নগর বিশেষ শাখার পুলিশ পরিদর্শক সরদার মোঃ হায়াত আলী, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) এ কে এম শাহীন ইকবাল, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) মুহঃ ফজলুল কবির, খানজাহান আলী থানা, দৌলতপুর থানা ও আড়ংঘাটা থানার অফিসার ইন-চার্জগণ/প্রতিনিধিবৃন্দ এবং কুয়েটের সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা। সভায় ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও পার্শ্ববর্তী এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, পরীক্ষার্থী ও অভিভাবকদের নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং নির্বিঘেœ যাতায়াত নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় সংশ্লিষ্ট সকল সংস্থা ভর্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

্রিন্ট

আরও সংবদ