খুলনা | সোমবার | ১২ জানুয়ারী ২০২৬ | ২৯ পৌষ ১৪৩২

তেরখাদায় দোয়া অনুষ্ঠানে আজিজুল বারী হেলাল

সাহস, দেশপ্রেম ও ঐক্যের প্রতীক হয়ে থাকবেন বেগম খালেদা জিয়া

তেরখাদা প্রতিনিধি |
০২:০৯ এ.এম | ১২ জানুয়ারী ২০২৬


খুলনা-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশের সাহস, দেশপ্রেম ও ঐক্যের প্রতীক হয়ে ইতিহাসে চির অম্লান হয়ে থাকবেন। তিনি বলেন, এই অঞ্চলে আমার জন্ম। আমি এই এলাকারই সন্তান। আমি প্রতিনিয়ত আমার এলাকায় চলাফেরা করি। আমি কখনো ভোট চাইতে আসিনি। আজ সারাদেশবাসী আমাদের নেত্রীর জন্য দোয়া করছেন। আপনারাও দোয়া করছেন। যারা ভিন্ন কিছু চিন্তা করছেন, আমি তাদের জন্য আল্লাহর কাছে হেদায়েত কামনা করি। আসুন আমরা সবাই মহান আল্লাহর কাছে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দু’হাত তুলে দোয়া করি।”
তিনি  গতকাল  রোববার বিকেলে সদরের টিএনটি চত্বরে তেরখাদা উপজেলা বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি’র সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 
দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা চৌধুরী কাওসার আলী এবং সঞ্চালনা করেন বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি’র যুগ্ম-আহŸায়ক খান জুলফিকার আলি জুলু ও শেখ আব্দুর রশিদ, জেলা বিএনপি’র সদস্য আনিসুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক আতাউর রহমান রনু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা সেতারা বেগম, উপজেলা বিএনপি’র সাবেক আহŸায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, বিএনপি নেতা রবিউল হোসেন, মোল্লা মাহবুবুর রহমান, ইকরাম হোসেন জমাদ্দার, সরদার আব্দুল মান্নান, সাজ্জাদ হোসেন নান্টা, শরিফ নাঈমুল হক, মোল্লা হুমাউন কবির, বিল্লাল হোসেন, শেখ আজিজুর রহমান আজীবর, মিল্টন হোসেন মুন্সী, আবুল হোসেন বাবু মোল্লা, সিকদার এবাদুল ইসলাম, এস কে নাসির আহমেদ, শেখ ইউসুফ আলী, ইমদাদুল ইসলাম, মোবাশ্বের আলম, আবুল বাশার, সাইফুল ইসলাম মোড়ল, জাহিদুল ইসলাম, খান গিয়াস উদ্দিন, এড. শহিদুল ইসলাম, ইমামুল মোল্লা, তৌহিদুল ইসলাম, পলাশ মেম্বর, ফেরদাউস মেম্বার।
এছাড়াও উপস্থিত ছিলেন যুবদল নেতা চৌধুরী আমিনুল ইসলাম মিলু, গোলাম মোস্তফা ভুট্টো, স্বেচ্ছাসেবক দল নেতা সোহাগ মুন্সী, শামীম আহমেদ রমিজ, কৃষক দল নেতা রাজু চৌধুরী, মোঃ সাবু মোল্লা, ছাত্রদল নেতা সাব্বির আহমেদ টগর, ঈশান মোল্লা, তারেক রেজা, মহিলা দল নেত্রী কোহিনুর বেগম, ফাতেমা বেগম, বিথি বেগম, রুপালি বেগম, সাবেক ছাত্রদল নেতা চৌধুরী আসাবুর, আমিনুল ইসলাম, রাজু শেখ, মহিদুল ইসলাম, মেহেদী চৌধুরী, রাজু চৌধুরী, সাব্বির আহমেদ লিমনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা জাহিদুল ইসলাম।

্রিন্ট

আরও সংবদ