খুলনা | সোমবার | ১২ জানুয়ারী ২০২৬ | ২৯ পৌষ ১৪৩২

খুলনা বিভাগে ভোক্তার অভিযান, ১৩ প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক |
০২:১২ এ.এম | ১২ জানুয়ারী ২০২৬


ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয় ও বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয়ের উদ্যোগে অভিযান পরিচালিত হয়েছে। রোববার দিনব্যাপী এসব অভিযানে বিভিন্ন অভিযোগে মোট ১৩টি প্রতিষ্ঠানকে এক লক্ষ ৪৫ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে।
খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে নগরীর সদর থানার সাতরাস্তা এলাকায় অভিযান চালিয়ে পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করার অপরাধে বনফুলকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। সহকারী পরিচালক দিনারা জামানের নেতৃত্বে দৌলতপুর এলাকায় অভিযান চালিয়ে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদনের দায়ে নিউ বেল্লাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিবের নেতৃত্বে নগরীর খালিশপুরে বিআইডিসি রোড ও চিত্রালী বাজার এলাকায় অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির দায়ে মেসার্স হামিম মেডিকেল হলকে ৩ হাজার টাকা এবং অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদনের অপরাধে তালহা লাইভ বেকারিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীরের নেতৃত্বে সদর উপজেলার মেডিকেল মোড় বাজার এলাকায় অভিযান চালিয়ে পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করার দায়ে ভাই ভাই ফার্মেসিকে ৮ হাজার টাকা এবং যথাযথ পণ্য সরবরাহ না করার অপরাধে মা মেডিকেল ফার্মেসিকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফা সুলতানার নেতৃত্বে সদর উপজেলার ফতেহপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদনের দায়ে রাজল²ী ফুড প্রোডাক্টকে ৫ হাজার টাকা এবং যথাযথ পণ্য সরবরাহ না করার অপরাধে ঈশীতা কসমেটিককে ৫ শত টাকা জরিমানা করা হয়।
যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামানের নেতৃত্বে সদর উপজেলার হাইকোর্ট বাজার এলাকায় অভিযান চালিয়ে পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করার দায়ে কাজল ফুডকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সজল আহম্মেদের নেতৃত্বে সদর উপজেলার কছুন্দী বাজার এলাকায় অভিযান চালিয়ে খাদ্যদ্রব্যে নিষিদ্ধ উপাদান মিশ্রণ ও অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদনের অপরাধে মেসার্স মীম চানাচুরকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। 
কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাসুম আলীর নেতৃত্বে সদর উপজেলার মোল্লাতেঘড়িয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করা ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে মেসার্স ফারুক ভ্যারাইটিজ স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 
ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহেরের নেতৃত্বে সদর উপজেলার নগরবাথান বাজার এলাকায় অভিযান চালিয়ে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রির অপরাধে ভাই ভাই ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 
চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে সদর উপজেলার সদর বাজার এলাকায় অভিযান চালিয়ে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদনের দায়ে অহিদুল চটপটি হাউজকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের পাশাপাশি ব্যবসায়ীদের সচেতন করতে বাধ্যতামূলকভাবে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

্রিন্ট

আরও সংবদ