খুলনা | বুধবার | ১৪ জানুয়ারী ২০২৬ | ১ মাঘ ১৪৩২

রূপসায় মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টে নৈহাটি ব্রাইট ফিউচার চ্যাম্পিয়ন

রূপসা প্রতিনিধি |
১২:৩১ এ.এম | ১৩ জানুয়ারী ২০২৬


“খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” এই শ্লোগানকে সামনে রেখে খুলনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে ৪ দলীয় মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী গতকাল সোমবার দিনব্যাপী রূপসার কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী খেলায় আইচগাতি ইমাম ফুটবল একাডেমিকে ১-০ গোলে পরাজিত করে নৈহাটি ব্রাইট ফিউচার ফুটবল একাডেমি ফাইনালে ওঠে। বিজয়ী দলের পক্ষে শেষ মুহূর্তে একমাত্র গোলটি করেন সুমন। দ্বিতীয় খেলায় শহীদ মনসুর স্মৃতি সংসদ ১-০ গোলে ডোবা ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে। একমাত্র  গোলদাতা জহির খান। ফাইনালে নৈহাটি ব্রাইট ফিউচার একাডেমি ও শহীদ মনসুর স্মৃতি সংসদের মধ্যে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হয়। পরবর্তীতে টাইব্রেকারে ৪-৩ গোলে বিজয়ী হয়ে  নৈহাটি ব্রাইট ফিউচার একাডেমি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী দলের স্বাধীন। খেলা পরিচালনা করেন বাশির আহম্মেদ লালু, সুমন রাজু, আলী আকবর ও আজিজুল ইসলাম বাবলু।
এর পূর্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ক্রীড়া সংগঠক ও খুলনা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক খান আহমেদুল কবীর চাইনিজ। উদ্বোধনী খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মলয় ভূষণ চক্রবর্তী। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের  বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক এসকে ইফতেখার মোঃ উমায়ের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত সরকার এবং পরিচালনা করেন ক্রীড়া সংগঠক মুস্তাহিদুর রহমান মুক্ত। 
এ সময় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নজরুল ইসলাম, নাসিম হাসান,  প্রভাষক খান মেজবা উদ্দিন সেলিম, সাংবাদিক কৃষ্ণ গোপাল সেন, ক্রীড়া শিক্ষক আঃ কাদের, ক্রীড়া সংগঠক সাইফুল ইসলাম পাইক, মুন্না সরদার, ইলিয়াস হোসেন হারা, আবুল কালাম, বেল­াল শেখ, প্রশান্ত দে, ইমাম হোসেন, আবু মুসা শেখ, জহির খান, তাহসিন প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ