খুলনা | মঙ্গলবার | ১৩ জানুয়ারী ২০২৬ | ৩০ পৌষ ১৪৩২

রূপসায় আজিজুল বারী হেলাল

কোনো অন্যায়কারীকে রাজনৈতিক ছত্রচ্ছায়ায় রক্ষা করা যাবে না

রূপসা প্রতিনিধি |
০২:২২ এ.এম | ১৩ জানুয়ারী ২০২৬


খুলনা-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, বাংলাদেশে এখন নির্বাচনী হাওয়া বইছে। বিগত ১৭ বছর ধরে এই দেশে কোনো গণতন্ত্র ছিলো না, মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। কিন্তু এবার জনগণের সরাসরি ভোটে একটি গণতান্ত্রিক সরকার গঠনের ঐতিহাসিক সুযোগ এসেছে। তিনি বলেন আপনারা রূপসার মানুষ ঐক্যবদ্ধ থাকুন। এখানে সকল দলের রাজনীতি থাকবে, রাজনীতি যার যার, কিন্তু আমাদের রূপসা সবার। এই জনপদ কোনো দল বা গোষ্ঠীর নয়, রূপসা এ এলাকার সাধারণ মানুষের।
তিনি গতকাল সোমবার বিকেলে রূপসার নৈহাটী ইউনিয়নের অচিনতলা মাদ্রাসা ও নৈহাটি ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপি আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও তাবারক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
তিনি আরও বলেন, অন্যায়কারী যে দলেরই লোক হোক না কেন, তাকে দলীয় পরিচয়ে বিচার করবেন না, তাকে অন্যায়কারী হিসেবে বিচার করতে হবে। যারা এতদিন মানুষের উপর জুলুম করেছে, দুর্নীতি করেছে, তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। কোনো অন্যায়কারীকে রাজনৈতিক ছত্রচ্ছায়ায় রক্ষা করা যাবে না। আইনের শাসন প্রতিষ্ঠা করতেই বিএনপি আন্দোলন করে যাচ্ছে। হেলাল বলেন, দেশের আপামর জনগণ বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। তিনি সাধারণ, অসহায় ও মেহনতি মানুষের কথা ভেবে আগামীতে রাষ্ট্র পরিচালনার জন্য ৮টি বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন তার মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পরিবার, কর্মসংস্থান, শিল্প কারখানা, যোগাযোগ, আইন ও বিচার। আপনাদের ভোটে বিএনপি সরকার গঠন করতে পারলে এই ৮টি খাতকে শক্তিশালী করেই একটি সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসা সুপার মাওঃ জাহিদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, জি এম কামরুজ্জামান টুকু, জেলা বিএনপি’র সদস্য শেখ আঃ রশিদ, রূপসা উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্লা সাইফুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, উপজেলা বিএনপি’র সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, জেলা শ্রমিক দলের সভাপতি উজ্জল সাহা, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শেখ আবু সাঈদ, জেলা বিএনপি’র সদস্য শেখ আনিসুর রহমান, আরিফুর রহমান আরিফ, মোল্লা রিয়াজুল ইসলাম, আছাফুর রহমান, রূপসা উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক বিকাশ মিত্র, জেলা মহিলাদলের সহ-সভাপতি শাহানাজ ইসলাম, উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক রয়েল আজম, আনসার আলী বিশ্বাস, রবিউল ইসলাম রবি, বিএনপি নেতা ইলিয়াজ হোসেন, মহিউদ্দিন মিন্টু, দিদারুল ইসলাম, মিকাইল বিশ্বাস, মাওঃ যোবায়ের আহম্মেদ নাঈম, মাওঃ শফিকুল ইসলাম, মাওঃ শফিকুজ্জামান, জেলা স্বেচ্ছাসেবকদল নেতা হাবিবুর রহমান বেলাল, বনি আমিন সোহাগ, রেজাউল ইসলাম রেজা, নয়ন মোড়ল, জাহিদুল  ইসলাম রবি, মাসুম বিল্লাহ, কবীর শেখ, মহিলাদল নেত্রী মনিরা বেগম, যুব মহিলাদল নেত্রী শারমিন আক্তার আঁখি, যুবদল নেতা মুন্না সরদার, মীর ফিরোজ, রাজু দাস, শাহজামান প্রিন্স, মাঈনুল হাসান, আজিজুর রহমান, নুরুল আমিন পাপ্পু, জান্মাতুন নাঈম।
এরপর আজিজুল বারী হেলাল নৈহাটী ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও তাবারক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। উক্ত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কর্নপুর জামে মসজিদের পেশ ইমাম মাওঃ রবিউল ইসলাম। যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন নৈহাটী ইউনিয়ন বিএনপি’র সার্চ কমিটির সদস্য হালিম মোড়ল ও মাহফুজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন মহসিন শেখ, আলমগীর হোসেন, মুসা শেখ, আজগর শেখ, নিজাম উদ্দিন টিটো, শরীফ শেখ, তানভির রহমান, লোকমান হাকিম, ইউসুফ শেখ।

্রিন্ট

আরও সংবদ