খুলনা | মঙ্গলবার | ১৩ জানুয়ারী ২০২৬ | ৩০ পৌষ ১৪৩২

আত্মার মাগফিরাত কামনায় মাগুরা জেলা কল্যাণ সমিতির দোয়া

গণতন্ত্র রক্ষায় বেগম খালেদা জিয়ার আদর্শই আমাদের অনুপ্রেরণা : বকুল

খবর বিজ্ঞপ্তি |
০২:২৫ এ.এম | ১৩ জানুয়ারী ২০২৬


সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নগরীর খালিশপুরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় খালিশপুরস্থ আইডিইবি (ওউঊই) ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করে মাগুরা জেলা কল্যাণ সমিতি। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল।
তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের গণতন্ত্র রক্ষা এবং সাধারণ মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে এক আপসহীন নাম। ইতিহাসে তিনি অমর হয়ে থাকবেন। তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান সময়ের এই ক্রান্তিলগ্নে দেশনেত্রীর অভাব প্রতিটি মুহূর্তে অনুভূত হচ্ছে এবং তাঁরই দেখানো আদর্শকে ধারণ করে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
বিশেষ অতিথি ছিলেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোঃ জিয়াউর রহমান, মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সেখ সাদী এবং সাবেক যুগ্ম-আহবায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন। 
মাগুরা জেলা কল্যাণ সমিতির সভাপতি মোঃ আব্দুল হাই মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এড. মোঃ জিনারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নির্বাহি প্রকৌশলী মুরর্শেদ আলম, সাংবাদিক অমিয় কান্তি পাল, প্রকৌশলী মোঃ আকরাম হোসাইন, প্রকৌশলী ফরিদ আহমেদ, মোঃ ফসিয়ার রহমান, মোঃ মাহবুবউল্লা শামীম, মোঃ জাকির হোসেন, অধ্যাপক সন্তোষ দাস, প্রকৌশলী গৌতম মজুমদার, প্রকৌশলী মোঃ আফিকুল ইসলাম, সোহরাব হোসেন, প্রকৌশলী হাসনাতুজ্জামান, মোঃ সেমিনুর রহমান, খন্দকার মোসাব্বির হোসেন, আব্দুল আলিম খান, মোঃ আরিফুজ্জামান, মুন্সি নাসিরুল ইসলাম, মোঃ আলমগীর হোসেন, মোঃ শহীদুল ইসলাম, নাসরীন আক্তার, ওয়াহিদুজ্জামান সোহাগ, প্রকৌশলী মোঃ মুন্সি নাঈম হোসেন, প্রভাষক মোঃ ইমন হোসেন, মাস্টার খবির হোসেন, শিক্ষক মশিউর রহমান, মোঃ মোস্তফা মোল্লা, মোঃ রাসেদুল ইসলাম লিটন, মোঃ মোশাররফ হোসেন, মুক্তিযোদ্ধা মোল্লা আতিয়ার রহমান, অধ্যক্ষ ইমরুল কায়েস, ডাঃ শঙ্কর কুমার সাহা, কবি উজির আলী প্রমুখ। এছাড়াও স্থানীয় থানা ও ওয়ার্ড বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন। দোয়া পরিচালনা করেন মাওলানা নূহু মিয়া। আলোচনা সভা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদাউস কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা হয়। 
 

্রিন্ট

আরও সংবদ