খুলনা | বুধবার | ১৪ জানুয়ারী ২০২৬ | ১ মাঘ ১৪৩২

সাহিত্য নিকেতনের শম্ভুনাথের মৃত্যু, শোক

খবর বিজ্ঞপ্তি |
১২:৩৬ এ.এম | ১৪ জানুয়ারী ২০২৬


সাহিত্য নিকেতনের কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ও বিশিষ্ট কবি শম্ভুনাথ মন্ডল (৫৭) পরলোকগমন করেছেন। গত সোমবার রাত সাড়ে ৯টায় রাজধানীর মুগদা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে গত ১৮ নভেম্বর তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে ঢাকার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। গত রাতেই ঢাকার পোস্তগোলা শ্মশানে তাঁর অন্তেস্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। মৃত্যুকাল তিনি এক মেয়ে, এক ছেলে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সাহিত্য নিকেতনের পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির সভাপতি সুব্রত চৌধুরী এবং সাধারণ সম্পাদক প্রবীর বিশ্বাসসহ সংগঠনের সকল শাখার সদস্যবৃন্দ এক শোক বার্তায় শম্ভুনাথ মন্ডলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

্রিন্ট

আরও সংবদ