খুলনা | বুধবার | ১৪ জানুয়ারী ২০২৬ | ১ মাঘ ১৪৩২

তালায় অবৈধ বালু উত্তোলনের দায়ে অর্ধলাখ টাকা জরিমানা, মেশিন জব্দ

তালা প্রতিনিধি |
১২:৪৩ এ.এম | ১৪ জানুয়ারী ২০২৬


তালা উপজেলার হরিহরনগরে অবৈধভাবে ভ‚গর্ভস্থ বালু উত্তোলনের অভিযোগে পৃথক অভিযানে দু’টি বালু উত্তোলন মেশিন জব্দ এবং ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় তালা উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাহাত খান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ আদেশ দেন। এর আগে দুপুরে উপজেলার খেশরা ইউনিয়নের হরিহরনগর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। 
অভিযানে সাতক্ষীরার আশাশুনি উপজেলার কালিমাখালি গ্রামের আঃ রহিম (৫০) এবং একই গ্রামের কওছার মোড়লের ছেলে আলী হাসান (২৮)-কে অবৈধভাবে ভ‚গর্ভস্থ বালু উত্তোলনের সময় হাতেনাতে আটক করা হয়। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত দু’টি মেশিন ও আটটি লোহার পাইপ জব্দ করা হয়।
সহকারী কমিশনার (ভ‚মি) রাহাত খান জানান, জব্দকৃত মালামাল রাষ্ট্রের অনুক‚লে বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি অভিযুক্তদের কাছ থেকে মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে মুচলেকা গ্রহণপূর্বক তাদের মুক্তি দেওয়া হয়। তিনি আরও জানান, অবৈধ বালু উত্তোলন পরিবেশ ও জনজীবনের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের অপরাধ দমনে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

্রিন্ট

আরও সংবদ