খুলনা | বুধবার | ১৪ জানুয়ারী ২০২৬ | ১ মাঘ ১৪৩২

সেই ৫৩ জন সশস্ত্র রোহিঙ্গার বিরুদ্ধে অনুপ্রবেশ আইনে মামলা

খবর প্রতিবেদন |
০১:৪২ এ.এম | ১৪ জানুয়ারী ২০২৬


কক্সবাজার-টেকনাফের নাফনদী সংলগ্ন সীমান্ত পয়েন্ট থেকে আটক মিয়ানমার রাখাইন রাজ্য দু’পক্ষের সংঘাতের জেরে বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়া সংশ্লিষ্ট বাহিনীর ৫৩ জন রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার  সকালে উখিয়া ৬৪  বিজিবি'র আওতাধীন হোয়াইক্যং বিওপিতে দায়িত্বরত নায়েক ছরওয়ারুল মোস্তফা বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে এই মামলাটি দায়ের করেন। এরপর এজাহার নামীয় ৫২ জনকে পুলিশের কঠোর নিরাপত্তায় কক্সবাজার আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। বাকি একজন গুলিবিদ্ধ হয়ে আহত থাকার কারণে পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 
জানাজায় রাখাইন রাজ্য দখলকারী আরাকান আর্মির সাথে যুদ্ধ লিপ্ত হওয়ার পর বেপরোয়া গুলির মুখে পড়ে নিজেদের প্রাণ বাঁচাতে টেকনাফের হোয়াইক্যং সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ করেছিল তারা।
এ বিষয়ে জানতে চাইলে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান, দেশের সীমান্তবর্তী এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করার পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ করার দায়ে তাদেরকে আটক করে সংশ্লিষ্ট বাহিনী। এরপর ধৃত ৫৩ জনের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে অনুপ্রবেশ আইনে একটি বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তাদেরকে আদালতের মাধ্যমে কক্সবাজার জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
অন্যদিকে মিয়ানমার থেকে আসা ছুটে গুলিতে হুজাইফা সুলতানা আফনান নামে বাংলাদেশী কিশোরী গুলিবিদ্ধ এবং মাইন বিস্ফোরণে পা বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় টেকনাফের হোয়াইক্যং সীমান্ত জুড়ে এখনো থমথমে অবস্থা বিরাজ করছে।
সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিজিবি সদস্যদের বিশেষ টহল জোরদার করার পাশাপাশি স্থানীয়দের অযাচিতভাবে সীমান্ত সংলগ্ন এলাকায় না যাওয়ার জন্য বিজিবির পক্ষ থেকে সেই বিষয়টিও সতর্ক করা হয়েছে।

্রিন্ট

আরও সংবদ