খুলনা | বুধবার | ১৪ জানুয়ারী ২০২৬ | ১ মাঘ ১৪৩২

খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১৬তম সভা

খবর বিজ্ঞপ্তি |
০২:০২ এ.এম | ১৪ জানুয়ারী ২০২৬


খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১৬তম সভা গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ মোঃ রুহুল আমিন। সিন্ডিকেটের সদস্যগণ স্বশরীরে এবং অনলাইনে সভায় অংশগ্রহণ করেন। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। 
সভায় বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী, আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার এবং ইনকিলাব মঞ্চের আহবায়ক ও জুলাইযোদ্ধা শরীফ ওসমান বিন হাদির স্মরণে শোকপ্রস্তাব গৃহীত হয়। 
নবনিযুক্ত সদস্যবৃন্দ যথাক্রমে খুলনা বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ, যুগ্ম-সচিব (উন্নয়ন অনু বিভাগ) ড. সৈয়দা সালমা বেগম, যুগ্ম-সচিব (নিরীক্ষা ও আইন অনুবিভাগ) জহিরুল ইসলাম, অর্থ মন্ত্রণালয়ের অর্থবিভাগের যুগ্ম-সচিব মিজ্উর্মি তামান্না, বিএমএ’র আজীবন সদস্য ডাঃ মোঃ রফিকুল হক বাবলু, ইন্টারনাল মেডিসিন বিভাগের (বিএমইউ) উপ-উপাচার্য (প্রশাসন) ও চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোঃ আবুল কালাম আজাদকে সভাপতি অভিবাদন জানান।
এছাড়া স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও অত্র বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ডাঃ নাজমুল হোসেনকে স্বাগত জানানো হয়। 
গত ১৬ এপ্রিল অনুষ্ঠিত সিন্ডিকেটের ১৪তম সভার এবং গত ২৯ এপ্রিল অনুষ্ঠিত সিন্ডিকেটের ১৫তম (বিশেষ) সভার গৃহীত সিদ্ধান্তসমূহ নিশ্চিত করা হয়। এছাড়াও গত ১১ নভেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের এ্যাকাডেমিক কাউন্সিলের ৪র্থসভার কার্যবিবরণী সিন্ডিকেট কর্তৃক অনুমোদন লাভ করে। 
সভায় উপস্থাপিত ১১টি শিরোনামের অধীনে ১৮টি আলোচ্য সূচির মধ্যে ১৫টি অনুমোদিত হয় এবং ৩টি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য কমিটি গঠন করা হয়। 
উল্লেখযোগ্য সিদ্ধান্তসমূহের মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ের লোগো, সিল, ওয়েবসাইট ডোমেইন, ই-মেইল এড্রেস, পরীক্ষার সনদপত্র, মার্কশীট, এ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুমোদন; অধিভুক্ত সকল মেডিকেল কলেজের এমবিবিএস (পেশাগত) এবং নার্সিং কলেজের বিএসসিইন নার্সিং পরীক্ষার ফলাফল ঘটনাত্তোর অনুমোদন; পরীক্ষা পরিচালনা নীতিমালা, গবেষণা নীতিমালা, অর্গানোগ্রাম কমিটিসহ অন্যান্য কমিটিসমূহ অনুমোদন লাভ করে। ২০২৪-২০২৫ অর্থবছরের শিক্ষকদের পরীক্ষার পারিতোষিকসহ অন্যান্য বকেয়া বিলপরিশোধের অনুমোদন, বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত বিভিন্ন সেমিনার ও ওয়ার্কশপ অবহিতকরণ, অধিকাল ভাতা (গ্রেড ১৬-২০) অনুমোদন, নিরাপত্তা প্রহরী এবং পরিচ্ছন্নতাকর্মীদের বকেয়া বেতন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তহবিল হতে প্রদান ইত্যাদি। এছাড়াও বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পের বিবিধকার্যাবলীর অগ্রগতি সভাকে অবহিত করা হয়।
পরিশেষে, উপাচার্য সিন্ডিকেটের প্রাক্তন সদস্যবৃন্দ যাদের মেয়াদপূর্ণ হয়েছে তাদের অবদানের কথা স্মরণ করেন ও ধন্যবাদ জ্ঞাপন করেন। সিন্ডিকেটের সদস্যদের মধ্যে উপাচার্য ছাড়াও ডাঃ মোঃ রফিকুল হক বাবলু, প্রফেসর ডাঃ কামদা প্রসাদ সাহা, প্রফেসর ডাঃ গোলাম মাসুদ, প্রফেসর ডাঃ আব্দুল হালিম সরদার, প্রফেসর ডাঃ নাজমুল হোসেন এবং সিন্ডিকেট সচিব এসএম আবুনাসের ফারুক (রেজিস্ট্রার) সভায় উপস্থিত ছিলেন। 
সভায় প্রফেসর ডাঃ কামদাপ্রসাদ সাহা Establishment of the Institute of Forensic Medicine & Forensic Science (IFMFS) শীর্ষক প্রজেক্ট প্রপোজাল এবং আন্তর্জাতিক গবেষক ডাঃ মনসুরহাবীব PrimaryCare Reform through Innovation in Medical Education and Research (PRIMER) শীর্ষক প্রজেক্ট প্রপোজাল পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন।

্রিন্ট

আরও সংবদ