খুলনা | বৃহস্পতিবার | ১৫ জানুয়ারী ২০২৬ | ২ মাঘ ১৪৩২

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা

খবর বিজ্ঞপ্তি |
১২:২০ এ.এম | ১৫ জানুয়ারী ২০২৬


নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হলো কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষা। বুধবার সকাল সাড়ে ৯টায় নগরীর সোনাডাঙ্গা মোড়স্থ নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির প্রশাসনিক ভবনে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কর্মকর্তা নিয়োগ পরীক্ষায় বহু সংখ্যক প্রার্থী অংশগ্রহণ করেন। 
এদিকে এ নিয়োগ পরীক্ষার লিখিত পরীক্ষা চলাকালীন সময় ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর কানাই লাল সরকার পরীক্ষার হল পরিদর্শন করেন ও সার্বিক বিষয় খোঁজ খবর নেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. শেখ শফিকুর রহমান, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ পরীক্ষার হলে দায়িত্বরত শিক্ষকবৃন্দ। পরে বিকেল ৩টা থেকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ভাইভা অনুষ্ঠিত হয়।

্রিন্ট

আরও সংবদ