খুলনা | বৃহস্পতিবার | ১৫ জানুয়ারী ২০২৬ | ২ মাঘ ১৪৩২

জাপানে উচ্চ শিক্ষা ও কর্মসংস্থান সুযোগ ও সম্ভাবনা শীর্ষক আলোচনা সভা

খানজাহান আলী থানা প্রতিনিধি |
১২:২১ এ.এম | ১৫ জানুয়ারী ২০২৬


বাংলাদেশি দক্ষ কর্মিদের জন্য জাপানে চাকুরির বাজার বর্তমানে সুযোগ জাতীয় মানব সমাজ উন্নয়ন তহবিল (NHRDF)র উদ্যোগে খুলনায় জাপানি উচ্চ শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগও সম্ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের টোকিও সফরের সময় দুই দেশের মধ্যে শ্রম অভিবাসনকে আনুষ্ঠানিক রূপ দিতে দু’টি বড় সমঝোতা স্মারকঃ (এমওইউ) স্বাক্ষর হয়।
কাজগুলো হচ্ছে কৃষিখাত, নির্মান সিভিল কাজ, স্বাস্থ্য সহায়তা, হসপিটালিটি ও সার্ভিস ইন্ডাস্ট্রি, পরিবহন ড্রাইভিং পেশা, আইটি ও ইঞ্জিনিয়ারিংখাতসহ বিভিন্ন খাতে লোকের চাহিদা আছে। 
গতকাল বুধবার সকালে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়  অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় মানব সম্পদ উন্নয়ন তহবিল (NHRDF) ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (সাবেক সচিব) মোঃ তৌহিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ নাজমুল আহসান।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইটি) মোহান্মদ নাজমুল হক, কুয়েটের মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ হেলাল আন-নাহিয়ান, সরকারি বিএল কলেজের অধ্যাপক সাইফুল ইসলাম, খুলনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ সাইফুর রহমান, খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ জিয়াউর রহমান প্রমুখ। সার্বিক পরিচালনায় ছিলেন সুজন দাস।
আলোচনা সভায় খুলনার বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং সরকারি কলেজের বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

্রিন্ট

আরও সংবদ