খুলনা | শুক্রবার | ১৬ জানুয়ারী ২০২৬ | ৩ মাঘ ১৪৩২

পাম্পে তেল নিয়ে পালানোর চেষ্টা, টাকা চাওয়ায় কর্মীকে গাড়িচাপায় হত্যা

খবর প্রতিবেদন |
০৬:০৫ পি.এম | ১৬ জানুয়ারী ২০২৬


রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে সাবেক জেলা যুবদল সভাপতি আবুল হাসেম সুজনের প্রাইভেটকার চাপায় রিপন সাহা (২৮) নামের এক পেট্রোল পাম্পের মিটারম্যান নিহত হয়েছেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে গোয়ালন্দ মোড়ের ঢাকা-খুলনা মহাসড়কের পাশে মেসার্স করিম ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আবুল হাসেম সুজনকে আটক করেছে পুলিশ।

নিহত রিপন সাহা রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের সাহাপাড়া এলাকার পবিত্র সাহার ছেলে। তিনি গোয়ালন্দ মোড়ের মেসার্স করিম ফিলিং স্টেশনের মিটারম্যান হিসেবে কাজ করতেন।

জানা গেছে, শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে অবস্থিত মেসার্স করিম ফিলিং স্টেশন (করিম গ্রুপের একটি প্রতিষ্ঠান) থেকে রাজবাড়ী জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাসেম সুজনের (ঢাকা মেট্রো-ঘ ১৩-৩৪৭৪) নম্বরের একটি প্রাইভেটকারে তেল নিয়ে মূল্য পরিশোধ না করে দ্রুত গাড়ি চালিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় মিটারম্যান টাকা আদায়ের উদ্দেশে গাড়ির সঙ্গে দৌড়ে গিয়ে গাড়ির সামনে দাঁড়ালে চালক মিটারম্যান রিপন সাহাকে গাড়িচাপা দিয়ে পালিয়ে যান। এতে রিপন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। ওই গাড়িতে জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাসেম সুজন বসা ছিলেন। এ ঘটনায় আবুল হাসেম সুজনকে আটক করেছে রাজবাড়ী থানা-পুলিশ।

এসংক্রান্ত ৬ মিনিট ৪ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ সাংবাদিকদের হাতে এসেছে। ভিডিও ফুটেজে দেখা যায়, জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাসেম সুজনের ব্যক্তিগত প্রাইভেটকার মেসার্স করিম ফিলিং স্টেশন থেকে তেল নেয়। এরপর সুজন নিজে একটি কাগজে কিছু লিখে সেটা পাম্পের মিটারম্যানকে দেখাচ্ছে। এর কিছুক্ষণ পর সুজন তার গাড়িতে উঠে যায়। পরে গাড়ির ভেতরে থাকা চালক গাড়ি টান দিলে মিটারম্যান রিপন  ওই গাড়ির সঙ্গে দৌড়াতে শুরু করে, গাড়িটিকে আটকানোর চেষ্টা করলে এক পর্যায়ে রিপন  ওই গাড়ির নিচে চাপা পড়ে।

আটক আবুল হাসেম সুজন রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড়মুরারীপুর গ্রামের মৃত জনাব আলী মণ্ডলের ছেলে। সুজন জেলা যুবদলের সাবেক সভাপতি ও সাবেক জেলা বিএনপির দপ্তর সম্পাদক ছিলেন। গত ২০১৯ সালের ২৮ জানুয়ারি তারিখে সংবাদ সম্মেলন করে বিএনপির সব পদ থেকে পদত্যাগ করেছিলেন তিনি।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, আজ ভোর রাতে জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাসেম সুজনের ব্যক্তিগত প্রাইভেটকার চাপায় পম্পের মিটারম্যান নিহত হয়েছে। এ ঘটনায় সুজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

তিনি আরও বলেন, নিহত ব্যক্তির মরদেহ রাজবাড়ী সদর হাসপাতাল থেকে ময়নাতদন্ত সম্পন্ন করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

্রিন্ট

আরও সংবদ