খুলনা | শনিবার | ১৭ জানুয়ারী ২০২৬ | ৪ মাঘ ১৪৩২

দৌলতপুর ২নং ওয়ার্ডে জামায়াত প্রার্থী মাহফুজের উঠান বৈঠক

খবর বিজ্ঞপ্তি |
১২:২৯ এ.এম | ১৭ জানুয়ারী ২০২৬


খুলনা মহানগরীর দৌলতপুর থানার ২নং ওয়ার্ডে সাধারণ মানুষের সঙ্গে উঠান বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, খুলনা মহানগর আমীর ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান। শুক্রবার ২নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে উঠান বৈঠকে তিনি উপস্থিত সাধারণ মানুষের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং বলেন, জনগণের সমস্যা জনগণের মাঝেই থেকে সমাধান করতে হবে। 
তিনি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল­া প্রতীক ন্যায়বিচার, সততা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রতীক হিসেবে কাজ করবে। নির্বাচিত হলে এলাকার অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, তরুণদের দক্ষতা উন্নয়ন এবং নারী ও শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন। এ সময় তিনি শিশু, যুবক, তরুণ, নারী-পুরুষ ও শ্রমজীবী মানুষের কল্যাণ কামনায় দোয়া করেন। উপস্থিত সাধারণ মানুষ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের জামায়াতে ইসলামীর দাঁড়িপাল­া প্রতীকের প্রতি আস্থা প্রকাশ করেন। এ সময় দৌলতপুর থানা জামায়াতে ইসলামী আমীর মোশাররফ আনসারী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের দৌলতপুর থানা সভাপতি রফিকুল ইসলাম, সেক্রেটারি মাহফুজুর রহমান জুনায়েদ, ছাত্রশিবির সভাপতি আবরার জিহাদ, ২নং ওয়ার্ড আমীর রেজাউল করিম, ওয়ার্ড মহিলা জামায়াতের সেক্রেটারি আয়েশা রহমানসহ জামায়াত, ছাত্রশিবির ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
উঠান বৈঠকে ২নং ওয়ার্ডের সাধারণ মানুষ তাদের দৈনন্দিন জীবনের নানা দুর্ভোগের কথা তুলে ধরেন। তারা বিদ্যুৎ ও পানির সংকট, জলাবদ্ধতা, বেকারত্ব, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, চিকিৎসা ও শিক্ষা ব্যয়ের চাপ এবং শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত না হওয়ার বিষয়গুলো নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। নারী ও অভিভাবকরা নিরাপত্তা ও সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের কথা জানান। তরুণ প্রজন্ম তাদের বক্তব্যে কর্মসংস্থানের অভাব, মেধার মূল্যায়ন না হওয়া এবং নৈতিক নেতৃত্বের সংকটের কথা উলে­খ করে বলেন, তারা একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ দেখতে চায়।

্রিন্ট

আরও সংবদ